মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৩:০৫

ইরাকে মার্কিন দূতাবাসে হা'মলা, ডোনাল্ড ট্রাম্প দু'ষলেন ইরানকে

ইরাকে মার্কিন দূতাবাসে হা'মলা, ডোনাল্ড ট্রাম্প দু'ষলেন ইরানকে

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন দূতাবাসে মঙ্গলবারের হা'মলার ঘটনায় ইরানকে দা'য়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হা'মলার পর টুইটারে দেওয়া এক পোস্টে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি।

টুইটে ট্রাম্প বলেন, ইরান একজন আমেরিকান ঠিকাদারকে হ'ত্যা করেছে। অনেকে আহ'ত হয়েছে। আমরা শ'ক্ত প্র'তিক্রি'য়া জানালাম এবং সবসময়ই জানাবো। ইরান এখন ইরাকের মার্কিন দূতাবাসে হা'ম'লার চেষ্টা করছে। এর পুরো দা'য়দা'য়িত্ব তাদেরই নিতে হবে। আশা করি, দূতাবাস রক্ষায় ইরাক সরকার তার বাহিনী ব্যবহার করবে এবং আমাদের এমনটাই জানানো হয়েছে।

মঙ্গলবারের ওই হা'ম'লায় ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস কম্পাউন্ডে অ'গ্নিসং'যোগ করে একদল বি'ক্ষো'ভকারী। সম্প্রতি ইরাকে মার্কিন বিমান হা'ম'লার প্র'তিবা'দে অনুষ্ঠিত এ বি'ক্ষো'ভে মানুষের ঢল নামে। 

এ সময় উত্তে'জিত বিক্ষো'ভকারীরা ‘আমেরিকা নি'পা'ত যাক’ স্লো'গান দেয়। আ'গু'ন ধরিয়ে দেয় যুক্তরাষ্ট্রের পতাকা ও দূতাবাসের দেয়ালে। গত ২৯ ডিসেম্বর ইরাকের আধাসামরিক বাহিনী হাশদ আশ শাবি-র ঘাঁটিতে মার্কিন বিমান হা'ম'লায় অন্তত ২৫ জন নিহ'ত হয়। এই বাহিনীকে প্রশিক্ষণ দেয় ইরানের প্রভাবশালী আল কুদস ফোর্স। 

হা'ম'লার পরপরই এর দাঁ'তভা'ঙ্গা জবাব দেওয়ার ঘোষণা দেয় হাশদ আশ শাবি-র মতো আধাসামরিক বাহিনীগুলোকে নিয়ে গঠিত শিয়াপন্থী জোট পপুলার মোবিলাইজেশন ফোর্স (পিএমএফ)। মঙ্গলবারের বিক্ষো'ভে অংশ নেওয়া ব্যক্তিদের অনেকের হাতেই ছিল হাশদ আশ শাবির পতাকা।

২৯ ডিসেম্বর মার্কিন হা'ম'লায় নিহ'ত ইরানপ'ন্থী বিদ্রো'হীদের জানাজা শেষে যুক্তরাষ্ট্র দূতাবাস অভিমুখে বিক্ষো'ভ অনুষ্ঠিত হয়। সূত্র জানিয়েছে, বিক্ষো'ভ সহিং'স হয়ে ওঠার আগেই ভবনটি থেকে কর্মকর্তা-কর্মচারীকে স'রিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূতাবাসের মূল ভবনের ছাদে অন্তত তিনজন মার্কিন সেনাকে দেখা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এদিন দূতাবাসের প্রধান ফটক ভা'ঙ'চুরের পর দূতাবাস কম্পাউন্ডে ঢুকে পড়ে কয়েক ডজন বিক্ষো'ভকারী। এ সময় তারা সেখানকার অভ্যর্থনা এলাকায় ভাঙচুর ও অ'গ্নিসং'যোগ করে। বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, দূতাবাস এলাকা থেকে ধোঁয়ার কু'ণ্ড'লি বের হতে দেখা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে