আন্তর্জাতিক ডেস্ক : বর্ষবরণের আগে পুরুষ বন্ধুদের সঙ্গে ম'দ খাওয়ায় চার ছাত্রীকে ব'হি'ষ্কার করল কলেজ কর্তৃপক্ষ। ওই চার ছাত্রীর ম'দ্যপানের ভিডিও ভা'ইরা'ল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই এই সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।
ঘটনাটি ভারতের তামিলনাড়ুর নাগাপাট্টিনাম জেলার। সোমবার ধর্মপুরম অধিনম আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে হয়েছে এই ঘটনা। জানা গিয়েছে, ওই চার ছাত্রী সপ্তাহ খানেক আগে একটা বাড়িতে কিছু পুরুষ বন্ধুর সঙ্গে ম'দ খায়। তখনই এই ঘটনার ভিডিও করে ওই বন্ধুদের মধ্যে কেউ। সে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শে'য়া'র করে দেয়।
তারপরেই এই খবর জানতে পারে কলেজ কর্তৃপক্ষ। ভিডিও খতিয়ে দেখে ওই চার ছাত্রীকে মঙ্গলবার কলেজ থেকে ব'হি'ষ্কার করা হয়। জানা গিয়েছে ব'হি'ষ্কার করা ছাত্রীরা প্রত্যেকেই প্রথম বর্ষের পড়ুয়া। অর্থাত্ তাদের বয়স ১৮ পেরিয়ে গিয়েছে। কিন্তু ২১ পেরনোর পরেই ম'দ খাওয়া বৈ'ধ মানা হয়। সেই হিসেবে তাদের ম'দ খাওয়ার বয়স হয়নি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
ম'দ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর অবশ্য দু'রকমের প্র'তিক্রি'য়া পাওয়া গিয়েছে। একদল জানিয়েছেন, ম'দ খেয়ে আইন ভে'ঙে'ছে ছাত্রীরা। তাই তাদের ব'হি'ষ্কার করে ঠিক সিদ্ধান্তই নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
আরেক দলের মতে, ১৮ পেরিয়ে যাওয়া মানে তারা সাবালিকা। এই বয়সে যদি বিয়ে আইনত হয়, তাহলে ম'দ খেতে বাধা কীসের। ব'হি'ষ্কার না করে তাদের বোঝানোর চেষ্টা করতে পারত কলেজ কর্তৃপক্ষ। তাহলে হয়তো ভাল হত। দ্য ওয়াল