আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতকে চিফ অফ ডিফেন্স স্টাফ করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন মনোজ মুকুন্দ নারাভানে। আর দায়িত্ব নেওয়ার পরেই স'ন্ত্রা'স নিয়ে পাকিস্তানের দিকে তো'প দা'গলেন নতুন সেনাপ্রধান।
মনোজ মুকুন্দ বললেন, পাকিস্তান যদি স'ন্ত্রা'স বন্ধ না করে তাহলে আ'ঘা'ত হা'নার অধিকার ভারতীয় সেনার রয়েছে, এবং আ'ঘা'ত হা'নতে তৈরি আছে ভারতীয় সেনা। মঙ্গলবারই সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন নারাভানে।
সংবাদসংস্থা পিটিআইকে তিনি বলেন, 'যারা স'ন্ত্রা'সে মদত দিচ্ছে তাদের বি'রু'দ্ধে ক'ড়া জবাব দিতে তৈরি আমরা। পাকিস্তান যদি স'ন্ত্রা'সে ম'দ'ত দেওয়া ব'ন্ধ না করে তাহলে হামলা করার অধিকার আমাদের রয়েছে। স'ন্ত্রা'সের ঘাঁটিতে আ'ঘা'ত হা'নতে প্রস্তুত ভারতীয় সেনা।'
নারাভানে আরও বলেন, 'যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি রাখা হবে ভারতীয় সেনাকে। এটাই এখন আমার প্রধান লক্ষ্য।' জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই সীমান্তে অ'নুপ্র'বে'শের চেষ্টা করছে জ'ঙ্গিরা। পাক অধিকৃত কাশ্মীরের একাধিক লঞ্চপ্যাড থেকে ভারতে অ'নুপ্রবে'শের চেষ্টা চালাচ্ছে তারা।
এই প্রসঙ্গে নতুন সেনাপ্রধান বলেন, 'বিভিন্ন লঞ্চপ্যাড থেকে ভারতে অ'নুপ্র'বেশ করার চেষ্টা করছে জ'ঙ্গি'রা। আমাদের কাছে সব খবর আছে। কিন্তু সেই অ'নুপ্রবে'শ ঠেকানোর জন্য তৈরি ভারতীয় সেনা।'
এই স'ন্ত্রা'সের পিছনে যে পাক সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে তাও বলেন নারাভানে। তিনি বলেন, 'এইসব স'ন্ত্রা'সবাদী কার্যকলাপের পিছনে যে আমাদের প্রতিবেশী দেশের প্রত্যক্ষ ম'দ'ত রয়েছে তাও সবার জানা। পাকিস্তান বরাবরই স'ন্ত্রা'সকে কূটনীতির হা'তি'য়ার হিসেবে ব্যবহার করে। বছরের পর বছর ধরে ভারতের বি'রু'দ্ধে ছায়াযু'দ্ধ চালাচ্ছে পাকিস্তান। এটা বেশিদিন চলতে পারে না। মানুষকে বেশিদিন বোকা বানিয়ে রাখা যায় না। কাশ্মীরের মানুষও এখন সেটা বুঝতে পারছেন।'
এই ধরনের অ'নুপ্রবেশের ঘটনা ঘটানোর চেষ্টা করলে ভারতীয় সেনা যে ফের সা'র্জি'ক্যাল স্ট্রা'ইক করার জন্য প্রস্তুত তাও এদিন বলেন নারাভানে। তিনি বলেন, 'এর আগেও আমরা পাকিস্তানের মাটিতে ঢুকে জ'ঙ্গিদের খ'ত'ম করেছি। যদি ফের ওরা স'ন্ত্রা'স চালানোর চেষ্টা করে তাহলে আবার সা'র্জিক্যা'ল স্ট্রাইক হবে। আর তার দায় নিতে হবে পাকিস্তানকেই।' সূত্র : পিটিআই