শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০২:১৬:৫৭

বাসে হিজাবি তরুণীকে থুথু, কেউ এগিয়ে আসেনি

বাসে হিজাবি তরুণীকে থুথু, কেউ এগিয়ে আসেনি

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত জনাকীর্ণ কোনো স্থানে যখন কারো সাথে অনাকাঙ্খিত আচরণ করা হয় তখন সবাই তার সাহায্যে এগিয়ে আসেন।কিন্তু লন্ডনের এক পাবলিক বাসে ইকরা মুহাম্মাদ নামে ২০ বছর বয়সী এক হিজাব পরিহিত তরুণীর হয়েছে উল্টো অভিজ্ঞতা। হিজাব পরার কারণে বাসেই তার ওপর থুথু নিক্ষেপ করে এক শ্রেতাঙ্গ খ্রিষ্টান। অথচ ওই সময় বাস ভর্তি লোক খাকলেও কেউই তার সাহায্যে এগিয়ে আসেনি, উল্টো তারা হাসাহাসি করতে থাকেন। টুইটারে ওই তরুণী বলেন, ‘হিজাব পরার কারণে পাবলিক বাসে এক শেতাঙ্গ খ্রিষ্টান আমার ওপর থুথু নিক্ষেপ করে, কিন্তু বাসভর্তি লোকের কেউই আমার সাহায্যে ওগিয়ে আসেনি।’ ইকরা মুহাম্মাদ নামের ওই তরুণী তার বান্ধবীর সাথে বাসে ভ্রমণ করছিলেন। পথিমধ্যে তার বান্ধবী নেমে গেলে সে একা হয়ে যায় আর তখনই ঘটে এ ঘটনা। এসময় ঐ শেতাঙ্গ ব্যক্তি তাকে লক্ষ্য করে উত্তেজিতভাবে আরো বলতে থাকে, ‘এই লোকগুলো আমাদের দেশে আসছে এবং সব চাকরি নিয়ে নিচ্ছে।’ ইকরা লন্ডনে বাস করেন। ওই মুসলিম তরুণীর উপর শেতাঙ্গ খ্রিষ্টানের আক্রমণের চেয়েও খারাপ ছিল বাস ভর্তি লোকদের আচরণ। ইকরা মুহাম্মাদ বলেন, ‘আমি মনে করি এটা দুঃখজনক যে বাসভর্তি লোক থাকা সত্ত্বেও কেউই আমার সাহায্যে এবং আমার পক্ষ্যে কথা বলতে এগিয়ে আসেনি।’ বিবিসি জানিয়েছে, নভেম্বরে প্যারিস আক্রমণের পর থেকে লন্ডনে মুসলিম বিদ্বেষী অপরাধ আগের চেয়ে তিনগুন বেড়ে গেছে। সূত্র: ইয়াহু নিউজ ২৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে