আন্তর্জাতিক ডেস্ক : বছরের প্রথম দিনেই র'ক্তা'ক্ত কাশ্মিরের নিয়্ন্ত্রণরেখা। রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে স'শ'স্ত্র অ'নুপ্রবে'শকারীদের এলোপা'থা'ড়ি গু'লিতে নিহ'ত দুই ভারতীয় সেনা জওয়ান। রাজৌরির নওসেরা সেক্টরের কালাল এলাকায় গু'লির ল'ড়াই শুরু হয় বুধবার ভোর রাত থেকে।
ভারতীয় সেনা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীর থেকে খারি থারায়াত জ'ঙ্গ'ল হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল অ'নুপ্রবে'শকা'রীরা। সেনা জওয়ানরা তাদের বা'ধা দিতে গেলেই দু'পক্ষের গু'লি বিনিময় শুরু হয়ে যায়। অ'নুপ্রবে'শকা'রীদের এলো'পা'থা'ড়ি গু'লিতে প্রা'ণ যায় দুই সেনা জওয়ানের।
গু'লির ল'ড়াই এখনও চলছে বলেই সেনা সূত্রে খবর। ভারতীয় বাহিনীর প্রতি আ'ক্র'মণে পিছু হটছে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা। সীমান্তে জ'ঙ্গিদের উপস্থিতির খবর পেয়েই বুধবার নিয়ন্ত্রণরেখা বরাবর ত'ল্লা'শি অভিযান চালায় ভারতীয় সেনা।
এর কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে পাকিস্তানি বাহিনীর গো'লাগু'লি বর্ষণে এক সেনা জওয়ান মারা গিয়ে ছিলেন। পাক সেনা জম্মু-কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখায় প্র'ব'ল গু'লিবর্ষণ করে। ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি পোস্টের পাশাপাশি সীমান্তবর্তী গ্রামকেও টা'র্গে'ট করে গো'লা ব'র্ষণ করে।
পাক বাহিনীর ভারী গো'লাগু'লির উ'পযু'ক্ত পালটা জ'বা'ব দেওয়ার সময় একজন সেনাকর্মী মারা যান। ভারতীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট আগেই জানিয়েছিল, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাক ম'দ'তপু'ষ্ট লস্কর, জইশের জ'ঙ্গিরা। পাক অধিকৃত কাশ্মীরে ফিদাঁয়ে জ'ঙ্গি তৈরির প্রশিক্ষণও চলছে।
রাজৌরির নওসেরা সেক্টরে জ'ঙ্গিদের আনাগোনা শুরু হয়েছে বলে আগেই খবর দিয়েছিল গোয়েন্দা সূত্র। বলা হয়েছিল, আধুনিক আগ্নে'য়া'স্ত্র নিয়ে নওসেরা সেক্টরের কাছাকাছি ঘাঁটি তৈরির চেষ্টা করছে জ'ঙ্গিরা। সেই মতো এদিন ভোর রাতে ত'ল্লা'শি অ'ভিযা'ন চালাতে গেলেই সেনাদের লক্ষ্য করে গু'লি ছুঁড়তে শুরু করে সন্দে'হভাজন জ'ঙ্গিরা।