আন্তর্জাতিক ডেস্ক : ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপসহ সব প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের ফোন করে নববর্ষের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একমাত্র পাকিস্তানের ইমরান খানকে জানালেন না।
নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে বাদ রাখলেন পাকিস্তানকে। বুধবার নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী মোদি প্রথমে ফোন করেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুককে, তারপরেই ডায়াল করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিও ছিলেন মোদির ফোনের তালিকায়। ফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকেও।
ভারতের প্রধানমন্ত্রীর দফতরের সাংবাদিক বিবৃতিতে বলা হয়েছে, 'ভারতবাসীর তরফে প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে উপমহাদেশে শান্তি ও সুরক্ষাকে মজবুত করার বিষয়েও আলোচনা হয়েছে।'
আওয়ামী লিগের সভানেত্রী হিসেবে ফের শেখ হাসিনা নির্বাচিত হওয়ারও শুভেচ্ছা জানান মোদি। বাংলাদেশের সাবেক হাইকমিশনার সইদ মোয়াজ্জেম আলির মৃ'ত্যুতে হাসিনার কাছে শোক প্রকাশও করেন মোদি।
শেখ হাসিনাকে তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হবে। ভারত সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
২০১৯ সালে ভারত ও নেপাল যৌথ উদ্যোগে একাধিক প্রকল্পের কাজের অগ্রগতির জন্য নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে নিজের উত্সাহ ও সন্তুষ্টি ব্যক্ত করেন মোদি।