আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব ইস্যুতে আন্দোলনরত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (পিএফআই) নি'ষি'দ্ধ করার সুপারিশ করলেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী সরকারের অভিযোগ, নাগরিকত্ব বিল ইস্যুতে উত্তরপ্রদেশে হিং'সা'ত্মক কাজে যুক্ত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। উত্তরপ্রদেশের মন্ত্রী মোহসিন রাজা অভিযোগ করেছেন, পাকিস্তানি গু'প্ত'চর সংস্থা আইএসআইয়ের মদত পায় পপুলার ফ্রন্ট।
যোগী রাজ্যের পুলিশেরও দাবি, সিএএ বিরো'ধিতায় যে আন্দোলন হয়েছিল তার পেছনে যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সদস্যদের হাত রয়েছে তার যথে'ষ্ট প্রমাণ রয়েছে। ইতিমধ্যে রাজ্যের তরফে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ব্যা'ন করার সুপারিশ গিয়েছে।
ইউপি পুলিশের ডিজিপি ওপি সিং তার রিপোর্টে উল্লেখ করেছেন যে, পিএফআইয়ের সদস্যরা রাজ্যের বেশ কয়েকটি অংশে স'হিং'স আন্দোলনে প্ররোচনা দিয়েছিল। পুলিশের এডিজি জানিয়েছেন, ২৫ জন পপুলার ফ্রন্টের সদস্যদের রাজ্যের বিভিন্ন অংশ থেকে গ্রে'ফ'তার করা হয়েছে।
উল্লেখ্য, সিএএ বি'রো'ধী আন্দোলনে দেশের মধ্যে অন্যতম ভ'য়'ঙ্ক'র রূপ নিয়েছিল যোগী রাজ্য। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে শুধুমাত্র ওই রাজ্যেই কমপক্ষে মৃ'ত্যু হয়েছিল ১৬ জনের। এমনকি এ রাজ্যে গু'লি চালানোর কথাও স্বীকার করে নেয় পুলিশ। সব মিলিয়ে এমনিতেই স'রগ'র'ম ছিল উত্তরপ্রদেশ। আর তার মধ্যে এই ঘটনার ফলে উ'ত্তা'প যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।