বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২০, ০১:১০:০৮

লটারিতে কোটি টাকা জিতে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ

লটারিতে কোটি টাকা জিতে নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : তার সংসারে ছিল অ'ভা'ব-অ'ন'টন। তা থেকে মুক্তি পেতে মাঝে মাঝেই লটারি কিনতেন। তবে প্রথম পুরস্কার জিতে কোটিপতি হয়ে যাওয়ার বিষয়টি ভাবেননি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা ইন্দ্র নারায়ণ সেন। 

এক কোটি টাকার পুরস্কার জিতে কার্যত ঘুম উড়ে গেছে তার। নিরাপত্তা চেয়ে দ্বা'র'স্থ হয়েছেন পুলিশের। অন্যদিকে, কয়েক দিনের ব্যবধানে কালনায় দু'জন এক কোটি টাকার পুরস্কার জেতায় লটারি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে আগ্রহ চ'রমে।

কালনার সাতগাছি পঞ্চায়েতের সাহাপাড়ার বৃদ্ধ বাসিন্দা ইন্দ্র নারায়ণ জানান, হুগলির গু'প্তিপাড়ায় তার ছেলের ছোট একটি সোনার দোকান আছে। সোনার গয়না বানিয়ে বিক্রি করেন ছেলে। তার রোজগার আর ইন্দ্র নারায়ণের পে'নশ'নেই সংসার চলে। সেই সূত্রেই মাঝেমধ্যে গু'প্তিপাড়ায় যেতেন তিনি। ছেলের দোকানের পাশে একটি লটারির দোকান থেকে টিকিট কিনতেন।

সেই অভ্যাসেই গত ২৯ ডিসেম্বর ৬০ টাকা দিয়ে লটারির টিকিট কেনেন ইন্দ্র। লটারির ফল ঘোষণা ছিল ওই দিন রাত ৮টায়। গু'প্তিপাড়ায় বসেই সেই টিকিট মেলাতে শুরু করেন তিনি। কিন্তু কয়েক বার মেলানোর পরেও নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। 

প্রথম পুরস্কারের টিকিটের নম্বরটিই তার। পরে কিছুটা স্থির হন তিনি। ততক্ষণে এলাকায় রটে যায় তার লটারি জেতার কথা। ওই প'রি'স্থি'তিতে বাড়িতে ফিরে আসেন। ইন্দ্র নারায়ণ জানান, আনন্দে আর টিকিটের সুর'ক্ষার চি'ন্তায় রাতে কার্যত দুই চোখের পাতা এক করতে পারেননি। সকালে ব্যাঙ্ক খুলতেই ছুটে যান স্টেট ব্যাঙ্কে। 

ব্যাঙ্কের কর্মীরা টাকা পাওয়ার নিয়ম-কানুন জানিয়ে দেন তাকে। কিন্তু তাতেও আ'শ্ব'স্ত হতে পারেননি। পরের দিন মঙ্গলবার কালনা থানায় হাজির হয়ে নি'রা'পত্তার দাবি জানান। পুলিশ তাকে সব রকম সাহায্যের আ'শ্বা'স দেয়। তার পর কিছুটা স্বস্তি পান। যদিও টাকা না পাওয়া পর্যন্ত দু'শ্চি'ন্তা কাটবে না বলে জানিয়েছেন ইন্দ্র নারায়ণ। 

তিনি বলেন, স্ত্রী, দুই ছেলে ও বউমা এবং নাতি-নাতনিদের নিয়ে নয় জনের সংসার। ছেলেদের রোজগার তেমন নয়। আমার পেনশন আর ছেলেদের সামান্য রোজগারে কোনো রকমে সংসার চলে। এই টাকা পেলে সেই অবস্থা থেকে কিছুটা সুরাহা হবে। খুব শিগগিরই সংশ্লিষ্ট লটারি স্টকিস্টের সঙ্গে কথা বলে টাকা পেতে যা যা করণীয়, সবই করব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে