বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২০, ১০:৪৮:৫৬

বাংলা ভাষা শিখছেন অমিত শাহ

 বাংলা ভাষা শিখছেন অমিত শাহ

আন্তর্জতিক ডেস্ক : ভারতের পশ্চিম বঙ্গ বিধানসভা নির্বাচন হতে এখনও এক বছর বাকি। কিন্তু এখনই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। নির্বাচনী প্রচারণায় ভাষা যাতে কোন অন্তরায় না হয়, এই কারণেই বাংলার একজন শিক্ষকও নিজের জন্য নিয়োগ করে ফেলেছেন তিনি। বক্তৃতার  ‍শুরুতেই বাংলা  বলে তিনি বাংলা জয় করতে চান। এনডিটিভি

জানা গেছে, নির্বাচনী রণকৌশল তৈরি করার জন্য বেশ প্রসিদ্ধ অমিত শাহ । প্রত্যেক নির্বাচনের জন্য তার আলাদা আলাদা কৌশল থাকে। এবার তাই পশ্চিম বঙ্গ জয়ের ক্ষেত্রে বাংলা ভাষাকে নতুন রণনীতি হিসেবে বেছে নিয়েছেন তিনি।

এদিকে মহারাষ্ট্র এবং হরিয়ানার ঝাড়খন্ডে হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে, তাই বাংলায় কোনও রকম ঝুঁকি নিতে চান না অমিত শাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে