বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২০, ০৪:২০:৫০

সন্তান না হওয়ায় ঘর ছাড়লেন স্ত্রী, অপ'মানে পুরুষা'ঙ্গ কাটলেন স্বামী

সন্তান না হওয়ায় ঘর ছাড়লেন স্ত্রী, অপ'মানে পুরুষা'ঙ্গ কাটলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন বিয়ে হওয়ার পরেও কোনও সন্তান হয়নি। বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেই থাকত। এর জেরে বর্ষবরণের রাতে নিজের পু'রুষা'ঙ্গ কে'টে ফেললেন এক ম'দ্যপ ব্যক্তি। 

ঘটনাটি ঘটেছে ভারেতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের নিউ ওয়াসারমেনপেট এলাকায়। বর্তমানে ওই ব্যক্তি আ'শ'ঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে ৩৫ বছরের দেবীর সঙ্গে ৪০ বছরের বাবু নামে ওই ব্যক্তির বিয়ে হয়েছিল। এরপর থেকে ওই দম্পতি নিউ ওয়াসারমেনপেটের সুনামি নামক একটি আবাসনে থাকত। 

প্রথম দু-এক বছর সব ঠিক থাকলেও পরে সন্তান না হওয়ায় ঝগড়া শুরু হয়। আস্তে আস্তে তা চরম আকার ধারণ করে। প্রায় প্রতিদিনই দু'জনের মধ্যে অশান্তি হত। তা আর বেড়ে যায় বাবু প্রতিদিন রাতে ম'দ খেয়ে বাড়ি ঢোকায়।

একদিকে সন্তান না হওয়ার য'ন্ত্র'ণা আর অন্যদিকে প্রতিরাতে মা'তাল স্বামীর দৌ'রা'ত্ম্য। দুটোর মাঝে পড়ে জীবন দু'র্বি'ষহ হয়ে উঠেছিল দেবীর। মাঝে মধ্যেই বিবাহ-বিচ্ছে'দের হু'মকি দিতেন। গত ২৫ ডিসেম্বর ম'দ্যপ স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজের বাপের বাড়ি চলে যান দেবী। 

তবে ৩১ ডিসেম্বর রাতে ফের বাড়ি ফিরে আসেন। আর বাড়ি ফিরেই ফের বাবুকে ম'দ্যপ অবস্থায় দেখতে পান। বিষয়টিকে কেন্দ্র করে দুজনের মধ্যে আবার অশান্তি শুরু হয়। কিছুক্ষণ বাদে বিবাহ-বিচ্ছে'দের হু'মকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যান দেবী।

এরপরই অপমানে রান্নাঘরে গিয়ে একটি ছুরি দিয়ে নিজের পু'রুষা'ঙ্গ কে'টে ফেলেন বাবু। ম'দের ঝোঁকে কাজটি করে ফেলার পরে অ'স'হ্য য'ন্ত্রণা'য় ছটফট করতে থাকেন। তার চেঁচামচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে