আন্তর্জাতিক ডেস্ক : পোপকে দেখে আবেগ বাঁধ ভে'ঙেছিল ব্যারিকেডের ওপারে। সবাই একবার অন্তত পোপকে ছোঁয়ার চেষ্টা করছিলেন। ৮ থেকে ৮০ প্রায় ব্যারিকেড ভে'ঙে বেরিয়ে এসে পোপকে ছুঁতে চাইছেন।
২৫ ডিসেম্বরে একবার পোপকে ছুঁতে পারলে, তার আশীর্বাদ পেলে ধন্য হয়ে যাবে জীবন। এই আশায় ব্যারিকেডের ওপার থেকে হাজার হাজার হাত। পোপ হাসিমুখে সবার সঙ্গে হাত মেলাচ্ছেন। কখনও কোনও শিশুকে আদর করছেন।
হঠাত্ ভিড়ের মধ্যে থেকে এক মহিলা পোপের হাত ধরলেন৷ পোপও তার সঙ্গে হাত মেলালেন৷ কিন্তু মহিলা নাছো'ড়বান্দা৷ পোপের হাত টেনে একের পর এক চুমু৷ আর এতেই ঘটলো বিপ'ত্তি। থা'প্পড় মে'রে বসলেন ওই মহিলাকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে পোপ বলেন, 'মেজাজ হারিয়ে ফেলেছিলাম'।
মহিলাকে পোপের থাপ্পড় মারার মুহুর্তে দেখতে এখানে ক্লিক করুন..