বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২০, ০৬:৩১:৪০

আইআইটিতে পড়ে বিদেশে গিয়ে ভারতীয়রা গরু খাচ্ছে : বিজেপি মন্ত্রী

আইআইটিতে পড়ে বিদেশে গিয়ে ভারতীয়রা গরু খাচ্ছে : বিজেপি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের যুবক-যুবতীরা বিদেশে গিয়ে বেশির ভাগই গোমাংস খাওয়া শুরু করে দেয়। কারণ ওদের ভারতের সংস্কৃতি ও মূল্যবোধ নিয়ে কোনও শিক্ষা দেওয়া হয় না। তাই তারা বিদেশে গিয়ে গরুর মাংস খেতে শুরু করে করে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ গিরিরাজ সিং।

বিহারের বেগুসরাইয়ে একটি অনুষ্ঠানে মন্ত্রী বলেন,, দেশের সব স্কুলে আবশ্যিক ভাবে গীতা পড়ানো উচিত। ভগবত্‍ গীতা আবশ্যিক ভাবে স্কুলে পড়ানো উচিত। আমরা আমাদের সন্তানদের মিশনারি স্কুলে পাঠাই। তারপর তারা আইআইটিতে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে বিদেশ চলে যায়। সেখানে গিয়ে গোমাংস খাওয়া শুরু করে। কারণ, ওদেরকে আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের শিক্ষা দেওয়া হয় না। পরে মা-বাবারা অভিযোগ করেন, সন্তান তাদের দেখভাল করছে না।'

স্কুলে গীতা পড়ানোর উপর বিশেষ ভাবে জোর দেন এই বিজেপির মন্ত্রী। তার কথায়, 'একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ১০০টি বাড়ির মধ্যে মাত্র ১৫টি বাড়িতে হনুমান চলিশা পাওয়া গিয়েছে। মাত্র তিনটি বাড়িতে গীতা ও রামায়ণ পাওয়া গিয়েছে। অতএব সন্তানদের দো'ষ দিয়ে লাভ নেই। আমাদের ধর্মে ক'ট্ট'রপ'ন্থার জায়গা নেই।' সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে