বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২০, ০৯:২৮:৪৫

অস্ট্রেলিয়ায় তী'ব্র দাবানলে প্রাণ হারালো ৫০ কোটি প্রাণী!

অস্ট্রেলিয়ায় তী'ব্র দাবানলে প্রাণ হারালো ৫০ কোটি প্রাণী!

আন্তর্জাতিক ডেস্ক: গত দুই মাসেরও বেশি সময় ধরে ভ'য়াব'হ দাবা'নলে পুড়'ছে অস্ট্রেলিয়া। এতে নিহ'ত হয়েছেন অন্তত ১৮ জন মানুষ। এছাড়াও, দাবা'নলে বন্যপ্রাণীদের ব্যা'পক ক্ষ'য়ক্ষ'তি হয়েছে, মা'রা গেছে প্রায় ৫০ কোটি প্রাণী। আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সেই খবরে বলা হয়, ইউনিভার্সিটি অব সিডনির পরিবেশবিদরা জানান, দাবা'নলে সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ৪৮ কোটি স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপ মা'রা গেছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশ'ঙ্কা রয়েছে।
তাছাড়া দাবা'নলে পু'ড়ে ছাই হয়েছে গেছে হাজার হাজার কোয়ালা। বিলু'প্তির ঝুঁ'কিতে থাকা এ প্রাণীটির বেশিরভাগই বাস করতো অস্ট্রেলিয়ার বনাঞ্চলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্য-দক্ষিণ উপকূলবর্তী অঞ্চলে বসবাসরত প্রায় আট হাজার কোয়ালা মা'রা গেছে এ দাবানলে, যা এ অঞ্চলের কোয়ালা জনসংখ্যার এক তৃতীয়াংশ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছ'ড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলবর্তী অঞ্চলে দাবা'নলের লেলি'হান শি'খা থেকে বাঁ'চার চে'ষ্টা করছে ক্যাঙ্গারুরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থানে অসংখ্য প্রাণী পু'ড়ে ম'রে গেছে। কাকাতুয়াসহ অন্য অনেক পাখি ম'রে গাছের নিচে পড়ে থাকতে দেখা গেছে।

যেসব কৃষক আগুন থেকে বাঁ'চার জন্য অন্য স্থানে আশ্র'য় নিয়েছিলেন, তারা পরে বাড়ি ফিরে দেখেন পু'ড়ে ছাই হয়ে গেছে ফসলি জমি, গৃহপালিত ও বন্যপ্রাণী।এতে দাবানলে ছাই হয়ে গেছে অস্ট্রেলিয়ার বনাঞ্চল, আগু'ন থেকে রে'হাই পায়নি বন্যপ্রাণীরা। ছবিতে ছাই হয়ে যাওয়া বনভূমিতে দাঁড়িয়ে আছে একটি ক্যাঙ্গারু।

এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণ পরিষদের পরিবেশবিদ মার্ক গ্রাহাম বলেন, ‘অত্যন্ত গরম ও দ্রু'ত ছড়িয়ে পড়া এ দাবানলে পু'ড়ে ম'রে গেছে অসংখ্য প্রাণী। বিশাল এলাকা এখনো জ্ব'লছে দাবা'নলে। এতে সামনের দিনগুলোতে আরও অনেক প্রাণী পু'ড়ে মরবে। পরবর্তীকালে সম্ভবত ওইসব প্রাণীদের ম'রদে'হও খুঁ'জে পাওয়া যাবে না।’

এদিকে স্বেচ্ছাসেবী প্রাণী উদ্ধা'রকর্মী ট্র্যাসি বার্গেস বলেন, ‘প্রত্যাশার চেয়ে খুব কম প্রাণীকে আহ'তাবস্থায় চিকিৎসার জন্য আনা হচ্ছে, যা বেশ উদ্বে'গজনক। আমাদের দুশ্চি'ন্তার কারণ এটাই যে, হয়তো তারা ম'রেই গেছে, তাই তাদের উদ্ধা'র করে চিকিৎসার জন্য আনা হচ্ছে না।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে