বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩:২২

পাকিস্তানের বদলে সেদেশ থেকে প্রাণ বাঁচিয়ে আসা হিন্দুদের বি'রু'দ্ধে প্রতিবা'দ করছে ওরা: নরেন্দ্র মোদি

পাকিস্তানের বদলে সেদেশ থেকে প্রাণ বাঁচিয়ে আসা হিন্দুদের বি'রু'দ্ধে প্রতিবা'দ করছে ওরা: নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল দেশ। তৈরি হয়েছিল পাকিস্তান। ধর্মীয় সংখ্যাল'ঘুরা বারবার অত্যাচারের শি'কা'র হয়েছে পাকিস্তানে। বা'ধ্য হয়ে প্রাণ বাঁচাতে ভারতের শরণার্থী হয়েছেন তারা। কংগ্রেস এবং তার শরিক দলগুলি শরণার্থীদের বিরো'ধিতায় গলা চড়াচ্ছে। 

নাগরিকত্ব সংশো'ধনী আইন নিয়ে বিরো'ধীদের প্রতি'বাদের জবাবে কর্ণাটকে ডিআরডিওর একটি ইভেন্টে এমনটাই বললেন নরেন্দ্র মোদি। দু'দিনের সফরে কর্ণাটকের টুমকুরু শহরে এসেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কৃষিকর্মণ পুরস্কার অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদি বলেন, 'ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল পাকিস্তান। ধর্মীয় সংখ্যাল'ঘুদের উপর অ'ত্যাচা'র করা হত। তারাই বাধ্য হয়ে ভারতের আশ্রয় নেন। এখন কংগ্রেস এবং বিরো'ধীরা পাকিস্তানের বদলে প্রাণ বাঁচিয়ে আসা হিন্দু শরণার্থীদের বি'রু'দ্ধে বিক্ষো'ভ মিছিল করছে।' 

একইসঙ্গে মোদি আরও বলেন, পাকিস্তানের নৃশং'সতার বি'রু'দ্ধে কেন সরব হচ্ছে না কংগ্রেস-সহ বিরো'ধী দলগুলি। সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি গত ৭০ বছর ধরে পাকিস্তানের হিন্দু, জৈন, খ্রিস্টানসহ সংখ্যাল'ঘু মানুষদের উপর অ'ত্যা'চার করা নিয়ে কেন এতদিন প্রশ্ন তোলেনি কংগ্রেস। সেই নিয়েও প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে