বৃহস্পতিবার, ০২ জানুয়ারী, ২০২০, ১০:০১:২৫

বিক্ষো'ভকারীদের জায়গায় অনেক নির্দো'ষ মুসলমানকে গ্রেপ্তার করেছে পুলিশ : স্বী'কার যোগী প্রশাসনের

বিক্ষো'ভকারীদের জায়গায় অনেক নির্দো'ষ মুসলমানকে গ্রেপ্তার করেছে পুলিশ : স্বী'কার যোগী প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সং'শো'ধনী আইন ঘিরে উ'ত্ত'প্ত গোটা ভারত। সবচেয়ে বেশি বিক্ষো'ভের আঁচ পড়েছে যোগীর উত্তরপ্রদেশে। ইতিমধ্যে সেখানে প্রাণ হা'রিয়েছেন ২১ জন। এছাড়া হাজারেরও বেশি মানুষকে হিং'সা ছড়ানোর অভিযোগে গ্রে'প্তা'র করেছে পুলিশ। 

বিশেষ করে সংখ্যাল'ঘু মুসলমান সম্প্রদায়ের মানুষজনকে। তবে তাদের মধ্যে অনেকেই নির্দো'ষ। ভু'ল করে বা সন্দে'হের ব'শেই গ্রেপ্তার করা হয়েছে তাদের। অবশেষে সেকথা স্বীকার করে নিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অবস্তি।

শুধু তাই নয়, এরকম বেশ কয়েকটি ঘটনাও সামনে এসেছে, যেখানে বেকসুর হওয়ায় বেশ কয়েকজনকে ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ। যেমন- মোহাম্মদ ফারুখ, আতিক আহমেদ, শোয়েব এবং মোহাম্মদ খালিদ। এই চারজন মুজফফরনগরে দশদিন জেলে ছিলেন। শেষপর্যন্ত নির্দো'ষ প্রমাণিত হওয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয়।

রামপুরে ভাঙ'চুরের জন্য ২৮ জনকে ২৫ লক্ষ টাকার ক্ষ'তিপূরণ দেওয়ার নোটিস দিয়েছিল যোগী প্রশাসন। সেখানেও দু'‌জনের নাম ভুল করে অ'ন্তর্ভু'ক্ত করা হয়েছে। যারা কিনা কোনওভাবেই ভা'ঙচুর বা বিক্ষো'ভের সঙ্গে জড়িত ছিলেন না। লখনউয়ে এরকমভাবেই এক যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। নির্দো'ষ হওয়ায় তাকেও ছেড়ে দিতে হয়েছে। আর এই সব কিছু নিয়েই বি'ত'র্ক দেখা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে