শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২০, ০১:০২:২৩

হা'মলা চালাতে পারে পাকিস্তান, আকাশ পথ এড়িয়ে চলার নির্দেশ আমেরিকার

হা'মলা চালাতে পারে পাকিস্তান, আকাশ পথ এড়িয়ে চলার নির্দেশ আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক : হা'ম'লা চালাতে পারে পাকিস্তান, তাই পাকিস্তানের আকাশ পথ এড়িয়ে যাওয়ার জন্য দেশের সব বিমান সংস্থাগুলিকে স'ত'র্ক করল আমেরিকা। 

আমেরিকার বিমানের উপর পাকিস্তানের জ'ঙ্গি সংগঠনগুলি হা'মলা চালানোর পরিকল্পনা করছে বলে মার্কিন গোয়েন্দারা খবর পেয়েছে। তার প্রেক্ষিতেই এই নির্দেশিকা বলে জানা গিয়েছে।

ট্রাম্প সরকারের এই নির্দেশিকায় হ'ইচ'ই পড়ে গিয়েছে আমেরিকার বিমান সংস্থাগুলির মধ্যে। কারণ ক্রিসমাসের ছুটিতে অনেকেই বাইরে বেড়াতে গিয়েছেন। পাকিস্তানের আকাশ পথ ব্যবহার করে অনেক মার্কিন বিমানই যাওয়া আসা করে।

তবে কেন শুধু মার্কিন বিমানগুলিকেই কেন টা'র্গে'ট করা হচ্ছে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। পাকিস্তানকে স'ন্ত্রা'সবাদের ম'দ'ত দাতা হিসেবে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে আমেরিকা। হাফিজ সাঈদকে নি'ষি'দ্ধ ঘোষণা করা নিয়েও পাকিস্তানের বি'রু'দ্ধে সরব হয়েছিল মার্কিন সরকার। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে