শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২০, ০১:১৮:১১

প্রতি'বাদ করায় বাবা-মার জেল, ১৪ মাসের শিশুর মুখ দেখলেন দু’সপ্তাহ পর

প্রতি'বাদ করায় বাবা-মার জেল, ১৪ মাসের শিশুর মুখ দেখলেন দু’সপ্তাহ পর

আন্তর্জাতিক ডেস্ক: সংশো'ধিত নাগরিকত্ব আইনের প্রতি'বাদ করে পুলিশের হাতে আট'ক হয়েছিলেন বাবা-মা। দুসপ্তাহ পর জামিনে ছাড়া পেয়ে ছোট্ট মেয়ে আরিয়ার মুখ দেখলেন তাঁরা। ততদিন আত্মীয়স্বজনরাই ১৪ মাসের ওই ছোট মেয়ের দেখাশোনা করছিলেন।

গত ১৯ ডিসেম্বর যোগী আদিত্যনাথের বারাণসীতে সংশো'ধিত নাগরিকত্ব আইনের প্রতি'বাদ করেছিলেন একতা এবং রবি শেখর। তাঁরা স্বামী-স্ত্রী এবং বারাণসীতে তাঁদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। ভারতের সবচেয়ে দূষি'ত শহর বারাণসীর দূষ'ণ কমানোর কাজ করে তাঁদের সংস্থা।

১৯ তারিখে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতি'বাদ করার সময়ই পুলিশ তাঁদের আট'ক করে। ওই দিন একতা-রবি ছাড়াও মোট ৬০ জনকে গ্রেফ'তার করেছিল পুলিশ। ধৃ'তদের মধ্যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও ছিলেন। সে দিন থেকে জেলেই ছিলেন একতা-রবি।

বুধবার জামিনে মু'ক্ত হয়েছেন তাঁরা। ছাড়া পেয়েই মেয়ের কাছে ফিরে গিয়েছেন তাঁরা। এনডিটিভিকে একতা জানিয়েছেন, “আমরা ভেবেছিলাম পরদিনই আমাদের ছে'ড়ে দেওয়া হবে। আমার মেয়েটা এতটাই ছোট যে তাকে একা বাড়িতে রেখে আসা যায় না। আমরা কোনও দা'ঙ্গার অংশ ছিলাম না যে আমাদের বিরু'দ্ধে এমন চা'র্জ আনা হবে। ওই দিন র‌্যালি শুরুর আগেই পুলিশ থা'মিয়ে দিয়েছিল। এটা শুধুমাত্র একটা শান্তিপূর্ণ প্রতি'বাদ সভা ছিল।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে