শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২০, ০১:৪৭:০৫

কুড়িয়ে পাওয়া এটিএম কার্ডে টাকা তুলে গ্রেপ্তার স্ত্রী, অপ'মানে আ'ত্মঘা'তী স্বামী

কুড়িয়ে পাওয়া এটিএম কার্ডে টাকা তুলে গ্রেপ্তার স্ত্রী, অপ'মানে আ'ত্মঘা'তী স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: কুড়িয়ে পাওয়া এটিএম কার্ড থেকে ৯৬ হাজার টাকা তুলে পুলিশের জা'লে ধ'রা পড়েছেন স্ত্রী। ধৃ'ত মহিলাকে নিজেদের হেফা'জতে নিয়ে ধৃ'তের বাড়িতেও তল্লা'শি চালিয়েছে পুলিশ। এরপরই অপ'মানে আ'ত্মঘা'তী হলেন বধূর স্বামী। চাঞ্চ'ল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। বৃহস্পতিবার দুপুরে পুর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার গ্রামে বাড়ি থেকেই সুদেব মাজি(৪৭) ওরফে তনা নামে ওই ব্যক্তির ঝু'ল'ন্ত দেহ উদ্ধা'র হয়। দেহটি এদিনই ময়'নাতদ'ন্তে পাঠিয়েছে পুলিশ।

ভাতার বাজারের সারদাপল্লির বাসিন্দা সনৎ পাঁজা মাসখানেক আগে ভাতার থানায় অভি'যোগ দায়ের করেন। জানিয়েছিলেন, গত নভেম্বর মাসের ১২ – ১৩ তারিখ নাগাদ তার এটিএম কার্ডটি কোনওভাবে পকেট থেকে পড়ে যায়। পরে অ্যাকাউন্ট পরীক্ষা করে তিনি জানতে পারেন দেখেন তার আ্যকাউন্ট থেকে ৯৬ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ভাতার থানার অভিযোগ দায়ের করা হলে শুরু হয় তদ'ন্ত।

ব্যাংক স্টেটমেন্ট দেখে জানা যায়, ভাতার বাজারের একটি এটিএম থেকে ওই টাকা তিনটি ধাপে তুলে নেওয়া হয়েছে গত ১৪ থেকে ১৬ নভেম্বরের মধ্যে। তারপর পুলিশ ওই এটিএমের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজ দেখে পুলিশ ভাতার বাজার সংল'গ্ন কুলচন্ডা গ্রামের এক যুবককে চিহ্নি'ত করে। তাকে ওই নির্দিষ্ট সময়ে টাকা তুলতে দেখা যায়। সন্দে'হভাজন যুবককে সোমবার রাতে পুলিশ ডেকে পাঠিয়ে জিজ্ঞা'সাবাদ করে। যুবকটি জানায় তার বন্ধুর কাকিমা ভাতার গ্রামের বাসিন্দা পাপিয়া মাজি তাকে এটিএমের কার্ডটি দিয়ে টাকা তুলে দিতে অনুরোধ করাতে সে ওদিন টাকা তুলে দিয়েছে। পুলিশ পাপিয়া মাজিকে জিজ্ঞা'সাবাদ করলে তিনি স্বী'কার করেন, কুড়িয়ে পাওয়া ওই এটিম থেকে তিনি তিন ধাপে ৯৬ হাজার টাকা তুলেছেন। তারপর পুলিশ তাকে গ্রে'প্তার করে। আদালতে পাঠানো হলে ধৃ'ত পাপিয়াদেবীকে তিনদিনের পুলিশ হেফা'জতের নির্দেশ দেওয়া হয়।

পরে বুধবার ধৃ'ত মহিলাকে নিয়ে তার বাড়িতে ওই এটিএম কার্ডটি উদ্ধা'রের জন্য যায় পুলিশ। তখন ধৃ'ত মহিলা জানান, তিনি টাকা তুলে নেওয়ার পর কার্ডটি বাড়ির পাশে পুকুরে ফে'লে দিয়েছেন। পুকুরে তল্লা'শি চালায় পুলিশ। তা দেখতে ভিড় জমান স্থানীয়রা। পুলিশ বাড়িতে তল্লা'শি চালানোর পর থেকেই ধৃ'তের স্বামী সুদেববাবু মান'সিক অব'সাদে ভু'গছিলেন। বৃহস্পতিবার দুপুরে পাশের এক প্রতিবেশীর নজরে পড়ে ঘরের মধ্যে গলায় ফাঁ'স দিয়ে ঝু'লছেন সুদেববাবু। তাঁকে উদ্ধা'র করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃ'ত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদ'ন্তে অনুমান, অপ'মানে আ'ত্মঘা'তী হয়েছেন ওই ব্যক্তি। সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে