শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২০, ১০:১৫:০১

বিমান বি'ধ্বস্ত হয়ে কমপক্ষে ১৮ জন নিহ'ত

 বিমান বি'ধ্বস্ত হয়ে কমপক্ষে ১৮ জন নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের একটি সামরিক বিমান বি'ধ্বস্ত হয়ে কমপক্ষে ১৮ জন নিহ'ত হয়েছে। এদের মধ্যে চারজনই শিশু। দেশটির পশ্চিম দারফুর রাজ্যে ওই দুর্ঘ'টনা ঘটেছে।

রাজ্যের রাজধানী এল জেনেইনার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মাথায় বিমানটি বি'ধ্বস্ত হয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু জাতিগত সম্প্রদায়ের মধ্যে সং'ঘর্ষ চলছে। ওই এলাকায় জরুরি সহায়তা দিতে যাওয়ার পথেই বিমানটি বি'ধ্বস্ত হয়েছে।

সেনা মুখপাত্র আমির মোহাম্মেদ আল হাসান এএফপিকে বলেন, দুর্ঘ'টনায় সাত ক্রু সদস্য, তিন বিচারক এবং আট বেসামরিক নিহ'ত হয়েছে। এদের মধ্যে চারজনই শিশু।

কী কারণে অ্যান্তোনভ ১২ বিমানটি বি'ধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। মোহাম্মেদ আল হাসান জানিয়েছেন, দু'র্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। সুদানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, চলতি সপ্তাহে পশ্চিম দারফুরে স'হিংসতার ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহ'ত হয়েছে। এছাড়া আরও ২৪১ জন আ'ত হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে