শুক্রবার, ০৩ জানুয়ারী, ২০২০, ০৩:০২:৩৮

সোলেমানি হ'ত্যায় ইরানে তিন দিনের শোক, ভ'য়ঙ্কর প্র'তিশো'ধের হুঁ'শিয়ারি খামেনির

সোলেমানি হ'ত্যায় ইরানে তিন দিনের শোক, ভ'য়ঙ্কর প্র'তিশো'ধের হুঁ'শিয়ারি খামেনির

আন্তর্জতিক ডেস্ক : মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহ'ত হয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলেমানি। তাঁকে যারা হ'ত্যা করেছে সেই ‘অপরাধীদের’ জন্য ভ'য়ঙ্কর প্র'তিশো'ধ অপেক্ষা করছে বলে হুঁ'শিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। পাশাপাশি ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শো'ক পালনের ঘোষণাও দেওয়া হয়েছে।

আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোলেমানির মৃ'ত্যুতে তিনদিনের ‘রাষ্ট্রীয় শোকের’ ঘোষণা দেওয়া হয়েছে।

খামেনি বলেছেন, “সব শত্রুদেরই জেনে রাখা উচিত, প্র'তিরোধ বাহিনীর জিহাদ দ্বিগুণ উদ্যমে অগ্রসর হবে; অবশ্যই পবিত্র এ যু'দ্ধে যো'দ্ধাদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।” মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হা'মলা চালানো হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে