আন্তজাতিক ডেস্ক : সং'শো'ধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বি'রু'দ্ধে এবার মুখ খুললেন দেশের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা সাবেক বিদেশ সচিব শিবশঙ্কর মেনন।
মোদি সরকারের তী'ব্র স'মালো'চনা করে তিনি বলেন, কূটনৈতিক ভাবে নিজেদের বি'চ্ছি'ন্ন করে ফেলেছে ভারত। শুধুমাত্র দেশের অন্দরেই নয়, আন্তর্জাতিক মহলেও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। সিএএ এবং এনআরসি নিয়ে শুক্রবার দিল্লিতে একটি বিশেষ আলোচনাসভায় যোগ দেন মেনন।
সেখানে তিনি বলেন, 'জম্মু-কাশ্মীর সহ একাধিক ইস্যুতে কূটনৈতিক ভাবে নিজেকে বি'চ্ছি'ন্ন করে ফেলেছে ভারত। শুধুমাত্র দেশের অন্দরেই নয়, আন্তর্জাতিক মহলেও এখন ভারতের স'মালো'চনা শুরু হয়েছে। গত কয়েক মাসে ভারত সম্পর্কে সকলের ধারণাই পা'ল্টে গিয়েছে।
এমনকি বন্ধু দেশগুলিও পিছু হ'টতে শুরু করেছে। বাংলাদেশের বিদেশমন্ত্রীও ভারতের বর্তমান কেন্দ্রীয় সরকারের বি'রু'দ্ধে তো'প দেগেছেন। আমাদের বন্ধুরাই যদি এমন ভাবেন, তাহলে শ'ত্রু'রা কী ভাবছে, তা বোঝাই যাচ্ছে। এই প'রি'স্থি'তির জন্য দা'য়ী আমরা।'
মেননের বক্তব্য, 'গত কয়েক মাসে পাকিস্তানের সঙ্গে নিজেদের এক আসনে বসিয়ে ফেলেছি আমরা। মনে রাখবেন, ওরা কিন্তু অ'স'হি'ষ্ণু দেশ।'