আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হ'ত্যার ঘটনায় মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গ্রিস সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে বিমান থেকে নেমে সাংবাদিকদের কাছে কাশেম সোলেইমানির মৃ'ত্যুতে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের যেমন আ'ত্মর'ক্ষার অধিকার আছে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রেরও একই অধিকার আছে। কাশেম সোলাইমানি আমেরিকান নাগরিকসহ আরো অনেক নি'রপ'রা'ধ মানুষের মৃ'ত্যুর জন্য দা'য়ী। সে এমন আরো হা'ম'লার পরিকল্পনা করেছিলো। প্রেসিডেন্ট ট্রাম্প দ্রু'ততা এবং শক্তিমত্তার সঙ্গে এই মীমাংসার জন্য সকল প্রশংসার দাবিদার। ইসরায়েল শান্তি ও আ'ত্মর'ক্ষার সংগ্রামে সবসময় যুক্তরাষ্ট্রের পাশে থাকবে।
এদিকে, কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নি'হ'তের ঘটনায় নড়ে'চড়ে বসেছে ইসরায়েল। দেশজুড়ে জারি করা হয়েছে বিশেষ স'ত'র্কতা। এছাড়া এই হ'ত্যাকা'ণ্ড নিয়ে মন্তব্য না করতে মন্ত্রীদের নি'র্দে'শ দিয়েছেন নেতানিয়াহু।
নেতানিয়াহু কার্যালয়ের এক সূত্র জানায়, প্রধানমন্ত্রী এথেন্স থেকে ফিরে আসছেন। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে সোলেইমানির মৃ'ত্যুর পর ইসরায়েল জুড়েই জারি করা হয়েছে বিশেষ স'ত'র্কতা।