আন্তর্জতিক ডেস্ক: সংশো'ধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে তু'ঙ্গে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি তরজা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরু'দ্ধে তো'প দা'গলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার মমতাকে এক'হাত নিয়ে শাহ বলেন, ”বাঙালি হিন্দু ও নমঃশূদ্রদের ভাল চান না মমতা। উনি ভোটব্যাংকের রাজনীতি করেন।” এদিন, যোধপুরের সভায় CAA ই'স্যুতে মমতার প্রতি'বাদ কর্মসূচিকে কটা'ক্ষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি শাহ আরও বলেন, “আমি মমতাদিকে জিজ্ঞেস করতে চাই, শরণা'র্থীরা আপনার কী ক্ষ'তি করেছে? কেন আপনি এই আইনের বিরো'ধিতা করছেন? বাংলার শরণা'র্থী ভাইবোনদের বলছি, আপনারা প্রতা'রিত হয়ে এখানে এসেছেন। এখানে কোনও প্রতা'রণা হবে না। সম্মানের সঙ্গে আপনাদের নাগরিকত্ব দেওয়া হবে। মমতাদিকে ভ'য় পাবেন না। মমতাদি আপনাদের ভাল চান না।”
গোড়া থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতি'বাদে সর'ব মমতা বন্দ্যোপাধ্যায়।অবিজেপি দলগুলিকে একত্রে আসার আরজিও জানিয়েছেন তিনি। কলকাতা, শিলিগুড়িতে মি'ছিল করে CAA , NPR মানা হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। এদিন, উত্তরবঙ্গে CAA-NRC বিরো'ধী আন্দো'লনের আঁ'চ ছ'ড়িয়ে দিতে পদযাত্রায় শামিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজের বাইরে থেকে বাঘাযতীন পার্ক ময়দান পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা জনতাকে সঙ্গে নিয়ে হাঁটলেন তিনি। পদযাত্রা শুরুর আগে মঞ্চ থেকে নাগরিকত্ব সংশো'ধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জির বিরু'দ্ধে বক্তব্য রাখার সময় এদিন কার্য'ত নজিরবিহী'ন ভাষায় মোদিকে আ'ক্র'মণ করেন মমতা। বলেন, ”কথায় কথায় পাকিস্তানের উল্লেখ করেন কেন? উনি কি পাকিস্তানের রাষ্ট্রদূত? হিন্দুস্তানের কথা ভুলে গিয়েছেন? আমরা কেউ পাকিস্তানের কথা শুনতে চাই না।”
সবমিলিয়ে, CAA নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বেনজির সংঘা'ত শুরু হয়েছে। নাগরিকত্ব ই'স্যুতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে এহেন বিরো'ধে প্রব'ল হয়ে উঠছে সাংবিধানিক সং'কটের আশ'ঙ্কাও। এহেন পরিস্থি'তিতে শাহ সাফ বুঝিয়ে দিযেছেন যে CAA ইস্যুতে কোনওভাবেই আপো'স করা হবে না।সংবাদ প্রতিদিন