আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পুলিশ বাড়ি বাড়ি মুসলিমদের ওপরে আ'ক্রম'ণ করছে। এই বলে টুইট করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছিলেন।
তাতে দেখা যাচ্ছিল, নীল রং-এর উর্দি পরা কয়েকজন ব্যক্তি জনতাকে তা'ড়া করছে। রাস্তায় পড়ে থাকা একজনকে মা'রছে। সেই ছবি দেখিয়ে ইমরান বলেছিলেন, ভারতে এইভাবে পুলিশ মুসলিমদের হ'ত্যা করছে।
পরে জানা যায়, ভিডিওটি ২০১৩ সালে বাংলাদেশে তোলা হয়েছিল। অল্প সময়ের মধ্যে ইমরানের মিথ্যা ধরা পড়ে যায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন ভুয়ো টুইট করেছেন জেনে রীতিমতো চা'ঞ্চ'ল্য সৃষ্টি হয় নে'টিজে'নদের মধ্যে। তারপরে ইমরান টুইটটি মুছে দেন।
শুক্রবার সন্ধ্যায় আ'চম'কা খবর আসে, পাকিস্তানে নানকানা সাহিব গুরুদোয়ারায় আ'টকে পড়েছেন কয়েকজন পুণ্যার্থী। বাইরে জড়ো হয়েছে কয়েকশ উত্তে'জিত জনতা। তারা তীর্থযাত্রীদের উদ্দেশে পা'থ'র ছুড়ছে। এই ঘটনার তী'ব্র নি'ন্দা করে ভারত।
ভারত সরকার থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, 'যেভাবে পবিত্র তীর্থে ভা'ঙচু'র করা হয়েছে আমরা তার তী'ব্র নি'ন্দা করছি। পুণ্যার্থীদের নি'রাপ'ত্তার জন্য পাকিস্তান সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক।'
তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে আবেদন জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তার পরেই ইমরান ওই ভিডিও ফুটেজ টুইট করেন। সূত্র : দ্য ওয়ার