শনিবার, ০৪ জানুয়ারী, ২০২০, ১২:২৩:০৫

সৌরভ গাঙ্গুলীর জায়গায় প্রেসিডেন্ট হচ্ছেন অভিষেক ডালমিয়া!

সৌরভ গাঙ্গুলীর জায়গায় প্রেসিডেন্ট হচ্ছেন অভিষেক ডালমিয়া!

স্পোর্টস ডেস্ক : সব ঠিকঠাক থাকলে চলতি মাসে নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। সৌরভ গাঙ্গুলীর জায়গায় সিএবিতে প্রেসিডেন্ট হতে চলেছেন জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া।

সচিব পদ থেকে ইস্তফা দিয়ে প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন জগমোহন ডালমিয়ার পুত্র। ২২ জানুয়ারির মধ্যে স্পেশাল জেনারেল মিটিং করতে চাইছেন সিএবি কর্তারা। সূত্রের খবর, প্রেসিডেন্ট পদে অভিষেক ডালমিয়া দাঁড়ালে আর কেউ লড়বেন না। ফলে কোনও নির্বাচন ছাড়াই নয়া প্রেসিডেন্ট পাবে সিএবি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে পদে বসার পর সিএবির প্রেসিডেন্ট পদ ছাড়তে হয় সৌরভকে। মহারাজের ছেড়ে যাওয়া আসনে বসবেন অভিষেক। অভিষেক ডালমিয়া প্রেসিডেন্ট হলে নতুন সচিবও খুঁজতে হবে সিএবি কর্তাদের। 

সিএবি সূত্রে খবর, সচিব পদে দাঁড়ানো এক প্রকার নিশ্চিত সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশীষ গাঙ্গুলী। ইতিমধ্যেই তিনি প্রাক্তন ক্রিকেটার হিসেবে এপেক্স কাউন্সিলের রয়েছেন। তবে সচিব পদে স্নেহাশীষ দাঁড়ালে নির্বাচন যে হবে না, তা এখনও ১০০% নিশ্চিত নয়। দীর্ঘদিন ধরে সিএবিতে যুক্ত প্রবীর চক্রবর্তী সচিব পদে দাঁড়াতে পারেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে