শনিবার, ০৪ জানুয়ারী, ২০২০, ১২:৪৫:১২

তৃতীয় বিশ্বযু'দ্ধের আশ'ঙ্কা : সোলেইমানিকে হ'ত্যায় ভ'য়াব'হ যু'দ্ধের আভাস

তৃতীয় বিশ্বযু'দ্ধের আশ'ঙ্কা : সোলেইমানিকে হ'ত্যায় ভ'য়াব'হ যু'দ্ধের আভাস

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হা'ম'লা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের প্রধানসহ আটজনকে হ'ত্যা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ওই হা'ম'লা চালিয়েছে বলে নি'শ্চি'ত করেছে পেন্টাগন।

পেন্টাগন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নি'র্দে'শেই ওই হা'ম'লা চালানো হয়েছে। ইরানের ভবিষ্যত হা'ম'লা প্রতিহত করতেই এই অভিযান চালানো হয়েছে। পেন্টাগন বলছে, জেনারেল সোলেইমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হা'ম'লার পরিকল্পনা করছিলেন। 

জেনারেল সোলেইমানি এবং তার কুর্দস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হ'তাহ'তের পেছনে দায়ী বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে ওই হা'ম'লার নি'ন্দা জানিয়েছেন ইরাকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি। 

শুক্রবার যুক্তরাষ্ট্রের চালানো ওই হা'ম'লাকে আ'গ্রা'স'ন বলে উল্লেখ করেছেন তিনি। স'ত'র্ক করে তিনি বলেছেন, জেনারেল সোলাইমানিকে হ'ত্যার ঘটনা ভ'য়াব'হ যু'দ্ধের দিকে ধাবিত করবে।

ওই হা'ম'লায় জেনারেল কাসেম সোলেইমানি ছাড়াও ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসও নিহ'ত হয়েছেন। এক বিবৃতিতে কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসের নিহ'ত হওয়ার বিষয়টি উল্লেখ করে আবদেল মাহদি বলেন, ইরাকি সামরিক কমান্ডারকে গু'প্তহ'ত্যা ইরাক, এর জনগণ এবং সরকারের বি'রু'দ্ধে আ'গ্রা'স'ন।

এদিকে, ইরাক-ইরানে উপস্থিত মার্কিন নাগরিকদের দ্রু'ত আকাশপথে দেশ ছাড়তে বলে বিবৃতি দিয়েছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস। আমেরিকা-ইরান উ'ত্ত'প্ত পরিস্থিতিতে বছরের শুরুতেই তৃতীয় বিশ্বযু'দ্ধের আ'শ'ঙ্কা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই আ'শ'ঙ্কা প্রকাশ করে বহু পোস্ট দেখা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে