শনিবার, ০৪ জানুয়ারী, ২০২০, ০১:৩৬:৩৬

ইরানের নতুন ঘোষণা

ইরানের নতুন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের প্র'ক্সিযু'দ্ধ চলছে দীর্ঘদিন ধরেই। এর মধ্যেই এবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বিমান হা'ম'লায় নিহ'ত হলেন ইরান সেনাবাহিনীর এলিট ফোর্স 'কুদস'-এর প্রধান জেনারেল কাসিম সোলেইমানি। 

একই সঙ্গে নিহত হয়েছেন ইরাকের প্যারামিলিটারির সহকারী প্রধান আবু মাহদি আল মুহান্দিসসহ ৮ জন। এ ঘটনায় আমেরিকার বি'রু'দ্ধে তীব্র প্র'তিশো'ধ নেয়া হবে বলে হুঁ'শিয়া'রি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এমন পরিস্থিতিতে উত্তে'জনা তৈরি হয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এর ফলে যু'দ্ধের আ'শ'ঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন প্র'তিরো'ধ বাহিনীর বিকাশ এবং ইরানের প্রভাব বিস্তারের ক্ষেত্রে মেজর জেনারেল সোলেইমানিকে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই বিবেচনা করা হতো। ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ এবং তারপর বারাক ওবামা পর্যন্ত তাকে হত্যার পরিকল্পনা করেও পরিণতির কথা ভেবে পরে পিছিয়ে এসেছিলেন। 

এ কারণে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘খড়ের গাদায় আ'গুন লাগিয়েছেন’ বলে মন্তব্য করেছেন আসন্ন নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ জো বাইডেন। সোলেইমানি নিহ'ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক দুই বারের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতিতে বলেন, মার্কিন প্রশাসন বিবৃতিতে বলেছে, ‘এই হামলার লক্ষ্য ইরানের ভবিষ্যতের আ'ক্র'মণ প্র'তিরো'ধ করা। কিন্তু আমি বলব, এই পদক্ষেপটি অবশ্যই প্রায় বিপরীত প্রভাব ফেলবে।’ 

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প সবেমাত্র খড়ের গাদায় শ'ক্তিশালী একটি বিস্ফো'রক (ডিনামাইট) নিক্ষে'প করেছেন। এতে করে তিনি আমেরিকান জনগণের কৌশল এবং আমাদের সেনা ও দূতাবাসের কর্মীদের সুর'ক্ষি'ত রাখার পরিকল্পনা বা'ধাগ্র'স্ত করেছেন। আমরা হয়তো মধ্যপ্রাচ্যে নতুন বড় ধরনের যু'দ্ধের দ্বারপ্রান্তে চলে গেলাম।’

এমন সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই হ'ত্যাকা'ন্ড ঘটালেন যখন কিছুদিন আগেই তার বি'রু'দ্ধে ইম'পি'চমেন্ট অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস এবং এক বছরের কম সময়ের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন। ফলে বিরো'ধী ডেমোক্র্যাটরা ইতোমধ্যেই এ সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক দুর'ভিস'ন্ধি দেখতে শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের সাংবাদিক জুলিয়ান বার্গার লিখেছেন, নভেম্বরে নির্বাচনের কথা মাথায় রেখে সোলেইমানিকে হ'ত্যার এই সিদ্ধান্ত হয়েছে। তিনি মনে করছেন, ওসামা বিন লাদেনকে হ'ত্যার যে ঘটনা বারাক ওবামার দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারণায় প্রধান একটি বিষয় হয়ে উঠেছিল, ট্রাম্প হয়তো সেরকমই কিছু করতে চেয়েছেন।

রাতারাতি বাগদাদে ৭৫০ জন অতিরিক্ত সৈন্য পাঠায় অ্যামেরিকা। ইরান এবং অ্যামেরিকার মধ্যে উত্তে'জনা চ'রমে পৌঁছায়। ব'দ'লা নিতে গিয়ে ট্রাম্প যে সরাসরি ইরানের জেনারেলের উপর হা'ম'লা করবেন, এতটা আশা করেননি কটনৈতিক বিশেষজ্ঞেরা। তাদের বক্তব্য, এর ফলে দুই দেশের মধ্যে আর প্র'ক্সিযু'দ্ধ নয়, সরাসরি যু'দ্ধের প'রিস্থি'তি তৈরি হল।

ইরানের সেনাবাহিনীর নিজস্ব সংবাদমাধ্যম গতকাল জানায়, এদিন আচমকাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন বিস্ফো'রণে কেঁ'পে ওঠে। জ্ব'লতে থাকা কার্গোর কয়েকটি ছবিও প্রকাশ করে তারা। তবে বিস্ফো'রণে হ'তাহ'তের কোনও খবর তারা প্রাথমিকভাবে জানায়নি। 

এর কিছুক্ষণের মধ্যেই পেন্টাগন জানায়, তাদের বিমান হা'মলায় ইরানের জেনারেলের মৃ'ত্যু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ইরানের সেনাও খবরের সত্যতা স্বীকার করে নেয়। বলা হয়, বিমানবন্দর থেকে বেরোনোর সময় সেনাবাহিনীর জেনারেলের গাড়ির ওপর বিমান হা'ম'লা চলে। তাতেই নিহ'ত হয়েছেন তিনি। ইরানের সেনা জানিয়েছে, এর ফলে আমেরিকাকে ক'ঠি'ন দাম দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এ হা'ম'লা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ভবিষ্যতে ইরানকে যেকোনো হা'ম'লার পরিকল্পনা থেকে বিরত রাখতেই সোলেইমানিকে হ'ত্যা করা হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থান করা মার্কিন নাগরিকদের র'ক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

এই ঘটনার পরে ইরানও যে চু'প করে বসে থাকবে না, তা-ও স্পষ্ট। ইরানের বৈপ্লবিক সেনার তরফ থেকে জানিয়ে দেয়া হয়েছে, ব'দ'লা নেয়া হবে। এ ঘটনায় আমেরিকার বি'রু'দ্ধে তী'ব্র প্র'তিশো'ধ নেয়া হবে বলে হুঁ'শি'য়া'রি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। 

খামেনি বলেন, সোলাইমানি শহীদ হলেও তার কাজ বন্ধ থাকবে না। যারা নিজেদের হাতে সোলেমানি ও অন্যান্য শহীদের র'ক্ত লাগিয়েছে, তারা যেন তী'ব্র প্রতিশো'ধের অপেক্ষায় থাকে। সূত্র : এপি, রয়টার্স, ডিপিএ, এএফপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে