শনিবার, ০৪ জানুয়ারী, ২০২০, ০১:৩৭:০৯

‘আপনি একটা ইডিয়ট’, সাধারণ মানুষের রো'ষের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

‘আপনি একটা ইডিয়ট’, সাধারণ মানুষের রো'ষের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: দা'উদা'উ করে জ্ব'লছে পাঁচটি প্রদেশ। সেই অবস্থাতেই ছুটি কাটাতে চলে গিয়েছিলেন। সমালো'চনার মু'খে পড়ে ছুটি কাটছাঁ'ট করে শেষমেশ ফিরে এলেন যদিও, কিন্তু ক্ষ'তিগ্র'স্তদের দেখতে গিয়ে তী'ব্র ক্ষো'ভের মু'খে পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ‘ইডিয়ট’ বলে তাঁকে ‘তা'ড়িয়ে’ দিলেন ক্ষ'তিগ্র'স্তরা।

গত কয়েক দিনে দাবা'নল ভ'য়ঙ্ক'র আকা'র ধা'রণ করেছে অস্ট্রেলিয়ায়। প্রায় ৫০ লক্ষ হেক্টর জমি পু'ড়ে খাক হয়ে গিয়েছে সেখানে। হাজারেরও বেশি ঘর-বাড়ি ভ'স্মীভূ'ত হয়ে গিয়েছে। স্ত'ন্যপায়ী, সরীসৃপ মিলিয়ে বন্যপ্রাণী মা'রা গিয়েছে অন্তত ১২ কোটি। অ'গ্নিদ'গ্ধ হয়ে কমপক্ষে ২০ জনের মৃ'ত্যু হয়েছে।

তা নিয়ে হু'লস্থু'ল পড়ে গিয়েছে সে দেশের সংবাদমাধ্যমে। গোটা ঘটনায় উদ্বে'গ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিবেশবিদরাও। তা সত্ত্বেও গত কয়েক দিনে ক্ষ'তিগ্র'স্তদের সঙ্গে দেখা করার সময় পাননি স্কট মরিসন। বরং সপরিবারে হাওয়াইয়ে ছুটি কাটাতে ব্যস্ত ছিলেন।

সমা'লোচনার মু'খে পড়ে ফিরে এলেও, সঙ্গে সঙ্গে দুর্গ'তদের কাছে ছুটে যাননি তিনি। বর্ষবরণের রাতে সিডনি হারবারে আতসবাজির রোশনাই দেখে বৃহস্পতিবার নিউ সাউথ ওয়েলসের কোবারগোয় ক্ষ'তিগ্র'স্তদের সঙ্গে দেখা করতে যান। আর সেখানেই সাধারণ মানুষের রো'ষে পড়েন তিনি। গাড়ি থেকে নামতে দেখেই মুখ ফিরিয়ে নেন অনেকে। হাত ছাড়িয়ে চলে যান কেউ কেউ।

তা সত্ত্বেও যেচে কথা বলতে গেলে মরিসনের উপর ক্ষো'ভে ফে'টে পড়েন এক ব্যক্তি। তিনি বলেন, ‘‘আপনি একটা ইডিয়ট। এখন কী করতে এসেছেন? এখানে আর ভোট পাবেন না।’’ স্থানীয় এক মহিলা বলেন, ‘‘বন্যা হোক বা দাবা'নল, আমাদের কথা কেউ মনে রাখে না। যান গিয়ে আত'সবাজির রোশনাই দেখুন।’’ মরিসনকে ল'ক্ষ্য করে কটূ'ক্তিও উ'ড়ে আসতে শুরু করে।

তবে এ সব তিনি গায়ে মাখেননি বলে পরে সংবাদমাধ্যমকে জানান স্কট মরিসন। তিনি বলেন, ‘‘ঘরবাড়ি হা'রিয়েছেন অনেকে। অনেক ক্ষ'য়ক্ষ'তি হয়ে গিয়েছে। তাই ক'ষ্টে আছেন ওঁরা। রা'গে আমাকেই কথা শুনিয়ে দিয়েছেন। তবে আমি কিছু মনে করিনি। ওঁদের মনের অবস্থা বুঝতে পারছি। ওঁদের সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করব।’’

তবে শুধু সাধারণ মানুষই নন, স্কট মরিসনের আচ'রণে তী'ব্র ক্ষো'ভ প্রকাশ করেছেন নিউ সাউথ ওয়েলসের পরিবহণ মন্ত্রী অ্যান্ড্রু কনস্ট্যান্স। তিনি বলেন, ‘‘এক্কেবারে ঠিক ভাবেই ওঁকে অভ্যর্থনা জানিয়েছেন সাধারণ মানুষ, ঠিক যেমনটার উনি যোগ্য।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে