আন্তর্জতিক ডেস্ক : মার্কিন ড্রোন হা'মলায় ইরানের জেনারেল সোলাইমানি হ'ত্যাকা'ণ্ডের পর থেকেই মধ্যপ্রাচ্যে উ'ত্তেজনার শুরু হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক'ড়া জবাব দেবে বলে হুম'কি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ইরানের সঙ্গে চলা উ'ত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরো তিন থেকে সাড়ে তিন হাজার সৈন্য মোতায়েন করতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এসব সৈন্য কুয়েতে মোতায়েন করা হতে পারে। মার্কিন ড্রোন হা'মলায় ইরানের জেনারেল কাশেম সোলাইমানি নিহ'ত হওয়ার এক দিন পর এই সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র।
এর আগে গতকাল শুক্রবার ভোরে গাড়িতে করে বাগদাদ বিমানবন্দর ত্যাগ করার সময় মার্কিন ড্রোন হা'মলায় নিহ'ত হন জেনারেল সোলাইমানি। এ হা'মলায় আরো সাত জন নিহ'ত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ হা'মলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সূত্র: সিএনবিসি।