আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রো'ন হা'ম'লায় ইরানের শীর্ষ কমান্ডারকে হ'ত্যার পক্ষে যুক্তি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভারতের রাজধানী নয়াদিল্লি ও লন্ডনের মতো স্থানেও নাকি হা'ম'লার ছঁ'ক ক'ষেছিলেন আইআরজিসির বিদেশি শাখা কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি।
ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘রকেট হা'ম'লায় একজন মার্কিনির মৃ'ত্যু এবং চার মার্কিনি গুরুতরভাবে আহ'ত হওয়াসহ ইরাকে মার্কিন ল'ক্ষ্যব'স্তুর ওপর সাম্প্রতিক হা'ম'লা, বাগদাদে আমাদের দূতাবাসে স'হিং'স হা'ম'লাও সোলেইমানির নির্দেশেই করা হয়েছিল।’
ট্রাম্প আরও বলেন, ‘সোলেইমানি নি'রপরা'ধ মানুষদের মৃ'ত্যুকে তার অসুস্থ কামনায় পরিণত করেছিলেন। নয়াদিল্লি এবং লন্ডন পর্যন্ত স'ন্ত্রা'সবা'দী চ'ক্রা'ন্তে তার অবদান ছিল। আজ আমরা সোলেইমানির বহু অ'ত্যা'চারের শি'কা'রদের কথা স্মরণ করছি এবং এটা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে তার স'ন্ত্রা'সের রাজত্ব শেষ।’
ট্রাম্পের দাবি, ‘যুক্তরাষ্ট্র যা করেছে তা অনেক আগেই করা উচিত ছিল। তাহলে প্রচুর প্রাণ বাঁচানো যেত। সম্প্রতি সোলেইমানি ইরানে প্র'তিবা'দকারীদের ওপর ব'র্ব'র নি'র্যা'তনেরও নেতৃত্ব দিয়েছিলেন। বিক্ষো'ভ চলাকালে সরকার কর্তৃক সেখানে এক হাজারেরও বেশি নিরীহ মানুষকে নি'র্যা'তন ও হ'ত্যা করা হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমরা যু'দ্ধ থামাতেই এটা করেছি, যু'দ্ধ শুরু করার জন্য আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। ইরানের জনগণের প্রতি আমার গভীর শ্রদ্ধা। তারা চমৎকার ঐতিহ্য ও সীমাহীন সম্ভাবনার অধিকারী মানুষ। আমরা সেখানে সরকার পরিবর্তনেরও চেষ্টা করছি না।
ট্রাম্প বলেন, ‘মার্কিন কূটনীতিক ও সামরিক কর্মীদের ওপর হা'ম'লার ষ'ড়য'ন্ত্র করেছিলেন সোলেইমানি। কিন্তু আমরা তাকে হাতেনাতে ধরেছিলাম এবং খ'ত'ম করে দিয়েছি। কয়েক বছর ধরে আইআরজিসি ও সোলেইমানির নেতৃত্বে এর কুদস ফোর্স শতাধিক মার্কিন বেসামরিক ও সেনা সদস্যকে হ'ত্যা করেছে।’