আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংখ্যাল'ঘু মুসলমান সম্প্রদায়কে প্রকাশ্যে হু'মকি দিলেন ভারতের কর্নাটকের বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি। নাগরিকত্ব আইনের বিরো'ধিতায় প্র'তিবা'দে অংশ নিলে কী হবে তা একপ্রকার বুঝিয়ে দিলেন ওই বিজেপি নেতা।
প্র'তিবা'দকারীদের স'ত'র্ক করে হু'ম'কির সুরে তিনি বলেন, সংখ্যাগ'রি'ষ্ঠ সম্প্রদায়ের সদস্যরা তাদের বি'রু'দ্ধে রাজপথে নামলে কী পরিণাম হবে তা মাথায় রাখা ভাল। তিনি বলেন, 'স'ত'র্ক থাকুন! কারণ আমরা জনসংখ্যার ৮০ শতাংশ এবং আপনারা মাত্র ১৫ শতাংশ। আপনারা কেবল সংখ্যাল'ঘু এবং আমি চাই আপনারা একবার ভাবুন যে সংখ্যা'গ'রি'ষ্ঠরা যদি আপনাদের সবার বি'রু'দ্ধে রাস্তায় নেমে আসে তবে ফল কী হবে?'
শুক্রবার উত্তর কর্নাটকের বল্লারিতে একটি সমাবেশে এই হু'ম'কি দিলেন সোমশেখর রেড্ডি। তিনি আরও দাবি করেন, বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য সিএএ-এর বিরো'ধিতাকারী মানুষদের 'পাংচারওয়ালা' বলে অভিহিত করে সঠিক কাজ করেছেন।
রেড্ডি বলেন, 'তেজস্বী সূর্য সঠিক বক্তব্যই রেখেছিলেন। এই প্র'তিবা'দকারীদের বেশিরভাগই পাংচারওয়ালা এবং নিরক্ষর, তাদের যা বলা হয় তাই বিশ্বাস করে নিচ্ছেন। উত্তরপ্রদেশের বিক্ষো'ভকারীদের সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে, সেই একই শিক্ষা দেওয়া হবে কর্ণাটকের প্র'তিবা'দকারীদেরও।
সোমপ্রকাশ বলেন, 'উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার রাজ্যে সরকারি সম্পত্তি ন'ষ্ট করার জন্য যে শা'স্তি দিয়েছেন, আমরাও এখানে সেই শিক্ষাই দেব। সিএএ-এর প্রতিবা'দকারীরা গু'লিবি'দ্ধ হলে ভালই হয়, তবে আপনি যদি আহ'ত হন তবে কোনও হিন্দু চিকিত্সকের কাছে আসুন। তিনি আপনার ক্ষ'তের চিকিত্সা করবেন।' সূত্র : কর্নাটক টাইমস