আন্তর্জাতিক ডেস্ক : চা'ঞ্চ'ল্যকর দা'বি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাকের বাগদাদ এয়ারপোর্টে আমেরিকার বিমান হাম'লার ফলে মৃ'ত্যু হওয়া ইরান এলিট গার্ড ফো'র্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নাকি দিল্লিতে একাধিক স'ন্ত্রা'সবাদী হা'ম'লার পিছনে ছিলেন।
ফ্লোরিডার পাম বিচে নিজের রিস'র্টে বসে ট্রাম্প বলেছেন, 'বহু নিরপ'রাধ মানুষকে হ'ত্যা করেছিল সোলাইমানি। যা তার অ'সু'স্থ মানসি'কতার পরিচয় দেয়। এমনকি দিল্লি এবং লন্ডনেও একাধিক সন্ত্রা'সবাদী হা'মলার পিছ'নে ছিল সোলাইমানি।'
শুক্রবার সোলাইমানি মা'রা যাওয়ার পর ট্রাম্প টুইট করেছিলেন, 'সোলাইমানির স'ন্ত্রা'সের রাজ'ত্ব শেষ হয়েছে। সোলাইমানির নৃ'শং'সার শি'কার যারা হয়েছে, তাদের আমরা স্মরণ ও সম্মান করি।'
ট্রাম্প অবশ্য বলেননি দিল্লিতে কোন স'ন্ত্রা'সবাদী হা'ম'লার পিছনে ছিলেন সোলাইমানি। তবে মনে করা হচ্ছে ২০১২ সালে ইজরায়েলের প্রতির'ক্ষা মন্ত্রীর স্ত্রীর গাড়িতে যে হা'মলা চালানো হয়েছিল তার পিছনে ছিলেন সোলেমানি।
গু'রু'তর আহ'ত হয়েছিলেন প্রতির'ক্ষা মন্ত্রীর স্ত্রী ও গাড়ি চালক। ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন, এই হা'মলার পিছনে ইরানের হাত রয়েছে। এই ঘটনার কিনারা এখনও হয়নি। তাই সোলাইমানির মৃ'ত্যুর পর ট্রাম্পের দাবিতে চা'ঞ্চ'ল্যের সৃ'ষ্টি হল। সূত্র : এবিপি