শনিবার, ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:২৮:০৭

জেনারেল সোলাইমানিকে হ'ত্যা, যা বললেন জাতিসংঘ মহাসচিব

জেনারেল সোলাইমানিকে হ'ত্যা, যা বললেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হাম'লায় ইরানের বিপ্লবী গা'র্ডের প্রধান ব্রিগেডের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হ'ত্যার জে'র ধ'রে সব পক্ষকে সর্বোচ্চ ধৈ'র্য ধ'রার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে তিনি জেনারেল  সোলাইমানি হ'ত্যাকা'ণ্ডের নি'ন্দা জানাননি।শুক্রবার গুতেরেস এক বক্তব্যে আরও বলেছেন, বিশ্ববাসীর পক্ষে পারস্য উপসাগরে আরেকটি যু'দ্ধ স'হ্য করা সম্ভব নয়।

শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রকেট হা'মলা চা'লিয়ে জেনারেল  সোলাইমানিকে হ'ত্যা করে মার্কিন সেনারা। ওই হাম'লায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছা'সেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন নিহ'ত হন।
ইরাকের মাটিতে দেশটির সরকারের অনুমতি ছাড়া চালানো ওই অবৈ'ধ হাম'লার নি'ন্দা করা থেকে বির'ত থাকেন জাতিসংঘ মহাসচিব। তিনি শুধু বলেন, ইরান ও আমেরিকাকে সর্বো'চ্চ ধে'র্য ধা'রণ করতে হবে।  

ইরান ঘোষণা করেছে, তারা কুদস বাহিনীর কমা'ন্ডারের হ'ত্যাকা'ণ্ডের কঠো'র প্রতিশো'ধ নেবে। সূত্র: ইউএন ওয়েবসাইট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে