শনিবার, ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:৪০:০৭

রেললাইনে ফাটল ধরিয়ে যুবকের হু'মকি, 'আমার স্ত্রীকে আগে বাপের বাড়ি পাঠান'

রেললাইনে ফাটল ধরিয়ে যুবকের হু'মকি, 'আমার স্ত্রীকে আগে বাপের বাড়ি পাঠান'

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিক্ষো'ভ-হিং'সায় রেলকে নি'শা'নার খবর বহুবার সংবাদমাধ্যমে প্রকাশিত। এবার স্ত্রীর সঙ্গে অশান্তির ক্ষো'ভও রেলের উপর দেখালো উত্তরপ্রদেশের এক যুবক। 

'৫০ কোটি ও স্ত্রীকে বাপের বাড়ি পাঠানো'র দাবি জানিয়ে রতনপুর স্টেশনের কাছে রেল লাইনের সামান্য কিছু অংশ কেটে রেখে দেয় ওই ব্যক্তি। সঙ্গে একটা চিঠিও রেখে রেখে যায় সে। যাতে তার দাবি না মানলে 'আরও বড় ক্ষতি'র হু'ম'কি দেওয়া হয়েছে।

সম্প্রতি, উত্তরপ্রদেশের মউ জেলার হলধরপুরে রেললাইনে ফা'ট'ল ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাস্থলে গিয়ে রেল ও পুলিশের কর্তারা জানতে পারেন, লাইনের ৩৪/৪০ পিলারের কাছে ২ ইঞ্চির মতো অংশ কাটা হয়েছে। পাশে পড়ে রয়েছে একটি চিঠিও।

চিঠিতে লেখা, 'লাভ ম্যারেজে' অ'তি'ষ্ট ব্যক্তি 'স্ত্রীকে বাপের বাড়ি' পাঠাতে চায় এবং রেলকে এই কাজে তাকে সাহায্য করতে বলা হয়েছে। সঙ্গে দাবি করা হয়েছে ৫০ কোটিও। বিষয়টিকে অত্যন্ত গু'রু'ত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় রেল কর্মকর্তারা। 

কারণ, ওই লাইনেই একই সময়ে বলিয়া-শাহগঞ্জ লোকাল যাওয়ার কথা ছিল। তবে লাইনে স'ম'স্যার কারণে, ট্রেনটিকে অল্প দূরেই থামানো হয়। ক্ষ'তিগ্র'স্ত লাইন মেরামতির পর ট্রেন গন্তব্যের উদ্দেশে রওনা হয়। গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে তী'ব্র চা'ঞ্চ'ল্যের সৃষ্টি হয়েছে। সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে