শনিবার, ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:৪৮:৫৬

'নাগরিকত্ব আইন না মানলে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন'

'নাগরিকত্ব আইন না মানলে সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন'

আন্তর্জাতিক ডেস্ক : কোনও রাজ্য যদি নাগরিকত্ব আইন প্রণয়নে বাধা সৃষ্টি করে, তাহলে সংবিধান অনুযায়ী সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। নাগরিকত্ব আইনকে ঘিরে দেশজুড়ে বিক্ষো'ভের মধ্যে শনিবার এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ উদয় প্রতাপ সিং। 

নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব পাশ করিয়ে গতকালই মমতা ব্যানার্জীসহ ১১ জন অবিজেপি মুখ্যমন্ত্রীকে একই পথে হাঁটার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্য সরকার না চাইলে নাগরিকত্ব আইন যে চালু হবে না, তা আগেই স্পষ্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এনআরসি বিরো'ধী প্রস্তাব দেশে প্রথম পাশ হয়েছে বাংলাতেই।

এমন অবস্থায় রাষ্ট্রপতি শাসনের স্পষ্ট হু'ম'কি শোনা গেল বিজেপি সাংসদের গলায়। উদয় প্রতাপ সিং বলেন, 'যে যে রাজ্য সরকার নাগরিকত্ব আইনের বিরো'ধিতা করছে, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। ওরা নাগরিকত্ব আইন মানতে বাধ্য।' 

বিজেপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, 'সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে কোনও রাজ্য সরকার ব্য'র্থ হলে, ৩৫৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার কার্যক্ষমতা বা'তিল করতে পারেন রাষ্ট্রপতি।' সূত্র : ইন্ডিয়া টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে