আন্তর্জাতিক ডেস্ক : রিলায়েন্স কোম্পানির অধিপতি মুকেশ ধিরুভাই আম্বানী হলেন ভারতের নামকরা শিল্পপতি৷ তবে বর্তমানে সংবাদ শিরনামে নেই তিনি৷ তার থেকে লাইম লাইট কেড়ে নিয়েছেন তার মেয়ে ইশা আম্বানী৷
কারণ তার ৯০ কোটি টাকা দামের হিরের পোশাক৷ এই পোশাক তৈরি করিয়েছেন ইশা৷ শুধু তাই নয় পোশাকটির একটি ভিডিও স্যুট করিয়েছেন ইসা৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে এই পোশাকটি৷
গত বছরে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মেয়ের বিয়ে করেছে আরেক ধনকুবেরের ছেলের সঙ্গে। সেই বিয়েতে হাজির ছিলেন পপ তারকা বিয়োন্সে থেকে শুরু করে হিলারি ক্লিন্টন। যেরকম জাঁক-জমকের সঙ্গে এই বিয়ের অনুষ্ঠান হচ্ছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছিল তুমুল মাতামাতি।
মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি বিয়ে করছেন যাকে, সেই আনন্দ পিরামালের বাবাও আরেক ভারতীয় ধনকুবের অজয় পিরামাল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও খুব ঘনিষ্ঠ।