রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ১২:১০:১৪

হু'ড়মু'ড় করে ভেঙে পড়লো পশ্চিমবঙ্গের রেলস্টেশন, একাধিক আহ'ত

হু'ড়মু'ড় করে ভেঙে পড়লো পশ্চিমবঙ্গের রেলস্টেশন, একাধিক আহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : হু'ড়মু'ড় করে ভেঙে পড়ল পশ্চিমবঙ্গের বর্ধমান রেলস্টেশনের মূল ভবনের একাংশ। আহত হয়েছেন একাধিক যাত্রী। তাদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে। 

ইতিমধ্যেই ঘটনাস্থানে এসে পৌঁছেছে দমকল বাহিনী, পুলিশ এবং জিআরপি। বর্ধমান স্টেশনে সংস্কারের কাজ চলছিল। শনিবার রাত আটটা নাগাদ আচমকাই স্টেশনের ঢোকার মুখের অংশের বেশ কিছুটা জায়গা ভেঙে পড়ে। সে সময় অফিস ফেরত পথে স্টেশন চত্বর যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল। 

আচমকাই বিশাল শব্দ করে স্টেশনের একাংশ ভেঙে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভেঙে পড়া অংশের মধ্যে কেউ আটকে রয়েছেন কী না, সরিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

পূর্ব রেলের বর্ধমান ডিভিশনের ডিআরএম ইশা খান জানিয়েছেন, ধ্বং'সস্তূ'পের তলায় কেউ আ'টকে নেই বলে প্রত্য'ক্ষদ'র্শীরা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে চলছে ধ্বং'স্তূ'প সরানোর কাজ। রেলের এই পদস্থ কর্মকর্তা আরও জানিয়েছেন, এই ঘটনার জেরে বর্ধমান শাখায় ট্রেন চলাচলের ওপরে কোনও প্রভা'ব পড়েনি।

পাশাপাশি যাত্রীদের চলাচলের জন্য স্টেশনে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে। বিল্ডিং ভেঙে পড়ার কারণ অ'নুস'ন্ধানে ইতোমধ্যে তদ'ন্তের নি'র্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইশা খান। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে