আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও বাগদাদে মার্কিন বিমানঘাঁ'টিতে একযোগে ৫টি রকেট হা'ম'লা চালানো হয়েছে।
শনিবার এ হা'ম'লার ঘটনা ঘটে। বাগদাদ বিমানবন্দরে মার্কিন হা'ম'লায় ইরানি জেনারেল কাসেম সোলেমানি নিহ'ত হওয়ার একদিন পরই এ হা'ম'লা ঘটনা ঘটলো।
ইরাকের সামরিক বাহিনী বলে এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট ছোড়া হয়েছে। এছাড়া বাগদাদের উত্তরে সালাহউদ্দীন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমানঘাঁটিতে তিনটি রকেট ছোড়া হয়েছে।