রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ০৩:৪৪:৩৪

পা'রলে ‘সমান’ প্রতিশো'ধ নাও : ইরানকে যুক্তরাষ্ট্র

পা'রলে ‘সমান’ প্রতিশো'ধ নাও : ইরানকে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন হামলায় নিহ'ত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির কফি'ন নিয়ে ইরাকে যখন লাখো মানুষের শো'কযা'ত্রা চলছে, তখন মধ্যপ্রাচ্যে আরো সেনা মোতায়েনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে দা'বি করেছেন, যু'দ্ধ বা'ধাতে নয়; মধ্যপ্রাচ্যের যু'দ্ধ থা'মাতেই তিনি সোলাইমানিকে হ'ত্যা করেছেন। অন্যদিকে ইরান গতকাল শনিবার অভি'যোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের উ'সকা'নি দিয়ে বলেছে যে তেহরান যেন পা'রলে ‘সমান’ প্রতিশো'ধ নেয়!

এদিকে গতকাল সকালে ইরাকের বাগদাদে নতুন করে বিমান হাম'লার কথা শোনা গেলেও পরে তা নিয়ে বি'ভ্রা'ন্তি তৈরি হয়। কোনো কোনো গণমাধ্যমে বলা হয়, মার্কিন নেতৃত্বা'ধীন বাহিনীর ওই হাম'লায় ছয়জন নিহ'ত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র হাম'লার কথা স্বী'কার করেনি।

গত শুক্রবার বাগদাদ বিমানবন্দর এলাকায় মার্কিন বিমান হাম'লায় নিহ'ত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল সোলাইমানিসহ ১০ জন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর দ্বিতীয় ক্ষম'তাধ'র ব্যক্তি ধ'রা হতো সোলাইমানিকে। তাঁর মৃ'ত্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের ম'ধ্যকার বি'রো'ধ তী'ব্র আ'কা'র ধা'রণ করেছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তৈরি হয়েছে চর'ম অ'স্থি'রতা। খামেনি প্রতি'জ্ঞা করেছেন, যুক্তরাষ্ট্রের ওপর ‘চর'ম প্রতিশো'ধ’ নেওয়া হবে।

শুক্রবারের মার্কিন হামলায় নিহ'তদের মধ্যে ছিলেন ইরাকের আধাসামরিক বাহিনী—পপুলার মোবিলাইজেশন ফো'র্সের (পিএমএফ) দ্বিতীয় শীর্ষ কমা'ন্ডা'র আবু মাহদি আল-মুহান্দিসও। গতকাল সোলাইমানি ও মুহান্দিসসহ ১০ জনের কফি'ন নিয়ে বাগদাদে শো'কযাত্রা করে হাজার হাজার মানুষ। এদের মধ্যে নারী-পুরুষ থেকে শুরু করে সব বয়স ও শ্রেণি-পেশার মানুষই ছিল। অংশ নেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদিও। শো'কযাত্রাটি বাগদাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের পাশাপাশি কূ'টনৈতিক এলাকাও প্রদক্ষি'ণ করে, যেখানে মার্কিন দূতাবাসও রয়েছে। শো'কযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের অনেকেই ‘যুক্তরাষ্ট্র নিপা'ত যা'ক’ বলে স্লো'গান দেয়। কারো কারো হাতে ছিল খামেনি এবং সোলাইমানির ছবি।

গতকাল রাতে এক দফা জানা'জা শেষে সোলাইমানিসহ ইরানি সেনাদের লা'শ তেহরানে পৌঁছার কথা। সোলাইমানির লা'শ দা'ফনের কথা রয়েছে আগামী মঙ্গলবার, তাঁর নিজ শহর কারমানে।

সোলাইমানিকে হ'ত্যার ‘যু'ক্তি’ দেখাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমরা শুক্রবারের (সোলাইমানিকে হ'ত্যার) অভি'যান চালি'য়েছি যু'দ্ধ থা'মানোর ল'ক্ষ্যে; যু'দ্ধ বাধা'নোর জন্য নয়।’ তিনি আরো বলেন, ‘ইরানে সরকারের পরিব'র্তন ঘটা'নোও আমাদের উদ্দেশ্য নয়।’ ট্রাম্প অভি'যোগ করেন, ইরাকে অবস্থানরত মার্কিন কূটনী'তিক ও সেনাদের ওপর হাম'লার পরিক'ল্পনা করেছিলেন সোলাইমানি। সেই পরিক'ল্পনা ন'স্যাৎ করতেই তাঁকে হ'ত্যা করা হয়েছে। ‘আরো আগেই সোলাইমানিকে হ'ত্যা করা উচিত ছিল’ বলেও মন্ত'ব্য করেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যের বর্তমান উ'ত্ত'প্ত পরিস্থি'তির মধ্যে সেখানে নতুন করে সেনা মোতায়েনের নির্দে'শ দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রতির'ক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর—পে'ন্টাগনের এক কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে তিন থেকে সাড়ে তিন হাজার সেনা পাঠানো হবে। তাদের মোতা'য়েন করা হবে ইরাকের দক্ষিণাঞ্চ'লীয় কুয়েত সীমা'ন্তে।

এদিকে ইরানের রে'ভল্যু'শনারি গার্ড'সের ডেপুটি কমা'ন্ডা'র রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি বলেছেন, ‘ঘটনার দিনই (শুক্রবার) যুক্তরাষ্ট্র বা'র্তা পাঠিয়েছে। তারা এও বলেছে যে প্রতিশো'ধ যদি নিতে চাই, তাহলে তারা যেটা করেছে, আমরা যেন সেটা করে দেখাই।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স'রাস'রি কূটনৈ'তিক সম্প'র্ক নেই। ইরানে অবস্থিত সুইস দূতাবাসের মাধ্যমে দুই দেশের তথ্য আদা'ন-প্রদা'ন হয়ে থাকে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বার্তা কিভাবে পেলেন, ফাদাবি তা নিশ্চি'ত করেননি। তিনি বলেছেন, ‘আমরা কী পদক্ষে'প নেব, তা যুক্তরাষ্ট্রকে বলে দিতে হবে না। যুক্তরাষ্ট্রের জন্য অবশ্যই চর'ম প্রতি'শো'ধ অপে'ক্ষা করছে। আর এই প্রতি'শো'ধ কেবল ইরানে সী'মাব'দ্ধ থাকবে না।’

শুক্রবার রাতে অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ‘সুইস কর্মকর্তাকে তল'ব করা হয়েছিল। তাঁর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তাদের দুঃ'সা'হসকি চিঠির জবাব দেওয়া হয়েছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অভি'যোগ করেছেন, ‘মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমরা ইউরোপের মি'ত্র রাষ্ট্রগুলোর কাছ থেকে আশানু'রূ'প সহযো'গিতা পাচ্ছি না। যুক্তরাজ্য, ফ্রান্স কিংবা জার্মানিসহ সবাইকে বুঝতে হবে, আমরা করছি, আমেরিকানরা কী করছে। আমরা কিন্তু ইউরোপকেও সুর'ক্ষা দিচ্ছি।’

পম্পেওর এমন অভি'যোগের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল এক বিবৃতিতে বলেছেন, ‘ইরাকে যে অ'স্থি'রতা চলছে, তা নিয়'ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ব'ন্ধ করতে হবে। আমরা বিব'দমান সব পক্ষ'কে সং'য'ত থাকার আহ্বান জানাচ্ছি।’

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, গতকাল সকালে বাগদাদের উত্তরে পিএমএফের গাড়িব'হরে বিমান হাম'লা চা'লিয়েছেন মার্কিন সেনারা। তাতে আহ'ত হয়েছেন অন্তত ছয়জন। তবে মার্কিন নেতৃত্বা'ধীন বাহিনীর মুখপা'ত্র মাইলেস ক্যাগিনস দা'বি করেছেন, গতকাল ওই অঞ্চলে তাঁরা কোনো ধরনের হাম'লা চালাননি। অন্যদিকে পিএমএফ প্রথম হাম'লার কথা জানিয়ে বিবৃতি দিলেও পরে তা প্রত্যা'হার করে নেয়। শুরুতে হাম'লার কথা বলে পরে তা প্রত্যা'হার করে নেয় ইরাকের সামরিক বাহিনীও।
সূত্র : বিবিসি, এএফপি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে