আন্তর্জতিক ডেস্ক : মার্কিন হা'মলায় জেনারেল কাসেম সোলেমানি নিহ'ত হওয়ার ঘটনায় প্র'তিশোধের ইঙ্গিত জানিয়ে মসজিদের চূড়ায় ‘যু'দ্ধপতাকা’ উড়িয়েছে ইরান। শনিবার ইরানের কম প্রদেশের পবিত্র মসজিদ জামকারান’র সর্ব্বোচ্চ গম্বুজে র'ক্তলাল পতাকা ওড়ায় ইরান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান জামকারান মসজিদে র'ক্তলাল পতাকা ওড়ালো। এই পতাকা ওড়ানোকে সোলেমানি হ'ত্যার দায়ে আমেরিকার ওপর ইরানের বদলা নেওয়ার অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হা'মলায় নিহ'ত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি।