রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ১০:১৫:৪৯

ইসরাইল সহ যুক্তরাষ্ট্রের ৩৫ স্থাপনায় হা'মলা চালানোর টার্গেট করে ফেলেছে ইরান!

ইসরাইল সহ যুক্তরাষ্ট্রের ৩৫ স্থাপনায় হা'মলা চালানোর টার্গেট করে ফেলেছে ইরান!

আন্তর্জতিক ডেস্ক : ইরানের রিভল্যুশনারি গার্ড কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্র'তিশোধ নিতে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের গুরুত্বপূর্ণ ৩৫টি স্থাপনা টার্গেটে রেখেছে ইরান। আইআরজিসির জ্যেষ্ঠ এক কমান্ডার এ কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে মিরর।

খবরে বলা হয়, আইআরজিসি কমান্ডার ঘোলামালি আবু হামজেহ বলেছেন, ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ আমেরিকান টার্গেটগুলো অনেক আগেই ইরান চিহ্নিত করে রেখেছে। তবে কোনো বিশেষ টার্গেটের নাম উল্লেখ করেননি তিনি। 

তিনি বলেন, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৫টি স্থাপনা, এমনকি তেল আবিব (ইসরাইলের) আমাদের হা'মলার আওতায়।
কমান্ডার ঘোলামালি আবু হামজেহ ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান প্রদেশের আইআরজিসি কমান্ডার। কেরমান সোলাইমানির জন্মভূমি। রবিবার (০৫ জানুয়ারি) এখানেই সোলাইমানির দা'ফন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে