রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ১০:২০:১২

প্র'তিশোধ নিলে ইরানের ৫২ স্থাপনা গুঁ'ড়িয়ে দেওয়ার হুঁ'শিয়ারি ট্রাম্পের

প্র'তিশোধ নিলে ইরানের ৫২ স্থাপনা গুঁ'ড়িয়ে দেওয়ার হুঁ'শিয়ারি ট্রাম্পের

আন্তর্জতিক ডেস্ক : ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হ'ত্যাকা'ণ্ডের জেরে প্র'তিশোধ নিতে মার্কিন স্থাপনায় আ'ঘাত আনলে জবাবে ৫২টি ইরানের ৫২ গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁ'ড়িয়ে দেওয়ার হুঁ'শিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন ৫২টি স্থাপনা লক্ষ্য করেছে, যা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ইরান হুঁ'শিয়ারি দিয়েছে যে তারা মার্কিন সম্পদে আ'ঘান আনবে। কিন্তু এমনটা হলে আমরা দ্রুত এবং মারা'ত্ম'কভাবে ইরানের ওপর হা'মলা চালাব। এমন ৫২টি স্থাপনা লক্ষ্য করে রেখেছি আমরা। 

শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রকেট হা'মলা চালিয়ে সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যা করা হয়। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ৬২ বছর বয়সী জেনারেল সোলাইমানি মার্কিন কূটনীতিক ও নাগরিকদের ওপর শিগগিরই মা'রাত্ম'ক হা'মলা চালানোর পরিকল্পনা করছিলেন। এরপর থেকেই পরিস্থিতি উত্ত'প্ত হয়ে উঠেছে। শ'ঙ্কা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে আরেকটি যু'দ্ধের। 

এদিকে, শনিবার বিকালে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হা'মলার খবর পাওয়া গেছে। এছাড়া উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমান ঘাটিতেও রকেট হা'মলা চালানো হয়। এখন পর্যন্ত কেউ এই হা'মলার দায় স্বীকার করেনি।  কোনও হ'তাহ'তের খবরও পাওয়া যায়নি। সূত্র: বিজনেস ইনসাইডার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে