রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ০১:১০:০০

খুব দ্রু'ত' ইরানে আঘা'ত হা'নার হুঁ'শিয়ারি ট্রাম্পের

খুব দ্রু'ত' ইরানে আঘা'ত হা'নার হুঁ'শিয়ারি ট্রাম্পের

আন্তর্জতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় ইরানকে হুঁ'শিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি মার্কিন সম্পদ ও নাগরিকদের ওপর আঘা'ত হা'নে তবে  আমরা 'দ্রুত এবং মা'রা'ত্ম'কভাবে' ইরানের ওপর হা'মলা চা'লাবো। এমন ৫২টি স্থাপনা ল'ক্ষ্য করে রেখেছি আমরা।  ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কোনও হু'মকি চায় না। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁ'শিয়ারি দিয়েছেন, তেহরান মার্কিন স্থাপ'নায় আঘা'ত হা'নলে জবাবে দ্রুত ৫২টি ইরানি স্থাপনায় হা'মলা করতে যুক্তরাষ্ট্র প্রস্তু'ত রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন ৫২টি স্থাপনা ল'ক্ষ্য করেছে যা ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

শুক্রবার  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদ বিমানবন্দরে রকেট হা'মলা চালিয়ে ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হ'ত্যা করা হয়। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কাসেম সোলাইমানি মার্কিন কূটনীতিক ও নাগরিকদের ওপর শিগগিরই মা'রা'ত্ম'ক হা'মলা চালানোর পরিক'ল্পনা করছিলেন। 

কাসেম সোলাইমানি নিহ'ত হওয়ার পর থেকেই পরি'স্থি'তি উত্ত'প্ত হয়ে উঠেছে।  মধ্যপ্রাচ্যে আরেকটি যু'দ্ধের আ'শ'ঙ্কা দেখা দিয়েছে। এদিকে শনিবার বিকেলে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হা'মলার খবর মিলেছে। এছাড়া উত্তরাঞ্চলীয় এক প্রদেশে মার্কিন সেনা অবস্থান করা এক বিমান ঘা'টিতেও রকেট হা'মলা চালানো হয়। সূত্র : দ্য গার্ডিয়ান, টপবাজ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে