আন্তর্জতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি মিলিটারি স্কুলে বিমান হা'মলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ২৮ জন নিহ'ত হয়েছে। এতে আহ'ত হয়েছে আরও বেশ কয়েকজন মানুষ। ত্রিপোলির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কে বা কারা এই হা'মলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ত্রিপলিতে মিলিটারি স্কুলে বিমান হা'মলার ঘটনায় ২৮ ক্যাডেট নিহ'ত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন আহ'ত হন।
জানা গেছে, হা'মলার সময় ওই শিক্ষার্থীরা প্যারেডে অংশ নিয়েছিলেন। রাজধানী ত্রিপলির একটি আবাসিক সেক্টরে আল হাদবা আল খাদরা স্কুল অবস্থিত।
এদিকে, আহ'ত শিক্ষার্থীদের সহায়তার জন্য হাসপাতাল এবং ব্লাড ব্যাংকে রক্তদানের আহ্বান জানানো হয়েছে। সূত্র : বিবিসি, টেলিগ্রাফ