আন্তর্জাতিক ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার একটি সামরিক ঘাঁ'টিতে হা'মলা চালিয়েছে জ'ঙ্গি গোষ্ঠী আল শাবাব। দেশটির লামু কাউন্টির ওই সামরিক ঘাঁটিতে কেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্মকর্তাদের ল'ক্ষ্য করে ওই হা'মলা চালানো হয়েছে। সরকারি কর্মকর্তা এবং জ'ঙ্গি সংগঠনটির পক্ষ থেকে ওই হা'মলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।
লামু কাউন্টির কমিশনার ইরুংগু মাচারিয়া এএফপিকে বলেন, একটি হা'মলার ঘটনা ঘটেছে। তবে তা প্রতিহ'ত করা হয়েছে। রোববার সকালে ওই হা'মলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি সংগঠনটির ওই হা'মলায় কোনো হ'তাহ'তের ঘটনা ঘটেছে কি-না তা এখনও পরিষ্কার নয়।
এক বিবৃতিতে আল শাবাবের পক্ষ থেকে বলা হয়েছে, মুজাহিদিন যো'দ্ধারা শ'ত্রুদের এলাকায় প্রবেশ করে সফলভাবে সামরিক ঘাঁটিতে হা'মলা চালিয়েছে এবং ঘাঁটির একটি অংশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। আল শাবাবের দাবি, ওই হা'মলায় যুক্তরাষ্ট্র এবং কেনিয়ার সামরিক বাহিনীর বেশ কয়েকজন হ'তাহ'ত হয়েছে।