রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ০৩:৪২:১৬

খোদ ট্রাম্প টাওয়ারের সামনে বি'ক্ষোভ, জার্মানি-কানাডা-ব্রিটেনে প্র'তিবাদ

খোদ ট্রাম্প টাওয়ারের সামনে বি'ক্ষোভ, জার্মানি-কানাডা-ব্রিটেনে প্র'তিবাদ

আন্তর্জতিক ডেস্ক : মার্কিন হা'মলায় ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানি নিহ'তের ঘটনায় কেবল ইরাক আর ইরানেই বি'ক্ষোভ চলছে তা নয়। খোদ মার্কিন মুলুকেই বি'ক্ষুব্ধ হয়ে উঠেছে শান্তিপ্রিয় মানুষ। 

নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে বি'ক্ষোভ প্রদর্শন করা হয়। শিকাগোতে বি'ক্ষোভ প্রদর্শন করা হয়। শত শত মানুষর ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হয়, বি'ক্ষোভ দেখায় তারা। ওদিকে ফিলাডেলফিয়াতেও ৫ শতাধিক মানুষ বি'ক্ষোভ দেখিয়েছেন। ওয়াশিংটনে হোয়াইট হাউজের বাইরে এক বি'ক্ষোভ র‍্যালিতে যোগ দেন অভিনেত্রী জেন ফন্ডা। 

শিকাগোতে ট্রাম্প টাওয়ারের সামনে দুই শতাধিক মানুষ জড়ো হন। তারা শ্লো'গানে মুখরিত করে তোলেন এলাকা। তারা বলতে থাকেন, 'নো জাস্টিস, নো পিস, ইউএস আউট অব দ্য মিডল ইস্ট'। তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল 'স্টপ ব'ম্বিং ইরাক' আর 'ইউএস ট্রুপস আউট অব ইরাক'।  

আমেরিকা-ভিত্তিক যু'দ্ধবিরোধী কোয়ালিশন 'অ্যাক্ট নাউ টু স্টপ ওয়ার অ্যান্ড রেসিজম (অ্যান্সার)'  জানিয়েছেন, তারা এবং অন্যান্য গ্রুপগুলো বি'ক্ষোভ প্রদর্শন অব্যাহত রাখবে। তাদের কর্মসূচি হবে মধ্যপ্রাচ্য নতুন করে যু'দ্ধ শুরুকে বাধা দেওয়া এবং ওই অঞ্চল থেকে সকল মার্কিন সেনাকে ফিরিয়ে আনা। ইতোমধ্যে ৭০টিরও বেশি সংখ্যাক পরিকল্পিতভাবে বি'ক্ষোভ প্রদর্শন করা হয়েছে। তাদের সাথে যোগ দিয়েছে অন্যান্য যু'দ্ধবিরোধী সংগঠন। 

ইরানের সাথে আমেরিকার চলমান উ'ত্তে'জনাকে আর সামনে বাড়তে দিতে চান না ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির সিনিয়র আইনপ্রণেতারা। লন্ডনে ডজনখানেক বি'ক্ষোভে যোগ দিয়েছেন তারা। 

লেবার পার্টির শ্যাডো চ্যান্সেলর জন ম্যাকডনেল টুইটবার্তায় জানান, ২০০৩ সালে ইরাক যু'দ্ধ থেকে যে অভিজ্ঞতা পেয়েছি আমরা, এখন শান্তির জন্যে আগেভাগেই দৃঢ় অবস্থানে দাঁড়াতে চাই আমরা। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের সরকারি বাসভবনের সামনে বি'ক্ষোভের আয়োজন করে 'দ্য স্টপ দ্য ওয়ার কোয়ালিশন'। এর আহ্বায়ক লিন্ডসে জার্মান বলেন, সোলাইমানিকে হ'ত্যা সত্যিকার অর্থেই ট্রাম্পের 'অ্যাক্ট অব ওয়ার'। 

জার্মান আরো বলেন, ইরানের সাথে নিউক্লিয়ার চুক্তি ভেস্তে যাওয়ার পর ট্রাম্প যু'দ্ধ বাঁ'ধানোর দিকে আগাচ্ছেন। যদি এ উদ্দেশ্য সাধনে তিনি সফল হন, তবে মধ্যপ্রাচ্যে এযাবতকালের ভ'য়াব'হতম যু'দ্ধ দেখতে হবে আমাদের। সূত্র: ডেইলি পোস্ট 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে