রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ০৪:৩৬:৩৮

পবিত্র জামকরন মসজিদের লাল পতাকা উড়িয়ে ইরানের যু'দ্ধ ঘোষণা!

পবিত্র জামকরন মসজিদের লাল পতাকা উড়িয়ে ইরানের যু'দ্ধ ঘোষণা!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ড্রো'ন হা'নায় ইরানের শীর্ষ কমা'ন্ডার কাশেম সোলেমানির মৃ'ত্যুর পরই মধ্যপ্রাচ্যে যু'দ্ধের জি'গির শুরু হয়ে যায়। আমেরিকাকে আগেই হুঁ'শিয়া'রি দিয়ে রেখেছিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনি। 

আমেরিকাকে এর মূল্য চো'কাতে দিতে হবে বলে হু'ম'কি দিয়েছিলেন খামেনি। কিন্তু সোলেমানির শে'ষযা'ত্রার আগে ইরাকে দ্বিতীয়বার হা'ম'লায় ছয় ইরানপ'ন্থী কমা'ন্ডারকে হ'ত্যা করে ট্রাম্পের দেশ। এবার যু'দ্ধের দা'মামা বা'জিয়ে দিল তেহরান। পবিত্র জামকরন মসজিদের শীর্ষে লাল ঝা'ন্ডা ও'ড়ানো হয়েছে। যার অর্থ, দেশের জনগনকে যু'দ্ধের জন্য তৈরি হতে নির্দেশ দেওয়া। অবস্থা বে'গ'তিক দেখছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

আমেরিকার পদক্ষে'পে যারপরনাই ক্ষু'ব্ধ ইরান। ওয়াশিংটনকে ক'ড়া হুঁ'শি'য়া'রি দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে যু'দ্ধের পরিস্থি'তি তৈরি হওয়ায় চ'ড়চ'ড়িয়ে বাড়ছে সোনা ও অপ'রিশো'ধিত তেলের দাম। যার প্র'ভা'ব পড়েছে বিশ্বের বাজারে। 

এর মধ্যে দেশের ইতিহাসে প্রথমবার ইরানের পবিত্র জামকরন মসজিদের গম্বুজের উপর লাল পতাকা উড়তে দেখা গিয়েছে। এই লাল ঝা'ন্ডা হল দেশবাসীকে যু'দ্ধের জন্য প্রস্তু'ত হতে বলার প্রতীক। ইসলামিক প্রজাতন্ত্র ইরানে মসজিদের উপর লাল পতাকা ওড়া মানেই যু'দ্ধের ই'ঙ্গি'ত। রবিবার এই দৃশ্যই চম'কে দিয়েছে গো'টা দুনিয়াকে। তাহলে কি যু'দ্ধ ঘোষণা করে দিল তেহরান? উ'দ্বে'গে মধ্যপ্রাচ্য।

এই লাল ঝা'ন্ডার ইতিহাস প্রাচীন। ইরাকে কারবালার প্রান্ত'রে যু'দ্ধের সময় হজরত মোহাম্মদের পৌত্র হুসেন ইবন আলি মসজিদের উপর লাল ঝা'ন্ডা উড়িয়ে যু'দ্ধের ঘোষণা করেছিলেন। সেই থেকে এই লাল ঝা'ন্ডা যু'দ্ধের প্রতীক হয়ে রয়েছে উপসাগরীয় অঞ্চলে। লাল রং র'ক্ত ও ত্যা'গের প্রতীক। তাই মনে করা হচ্ছে, সোলেমানির মৃ'ত্যুর বদ'লা নিতে ইরানের মসজিদে পতাকা ওড়ানো হয়েছে। সূত্র : ইন্ডিয়া টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে