রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ০৬:৫৫:০২

কাশ্মিরের পর ভারত-নেপাল সীমান্তেও চ'র'ম স'ত'র্কতা!

কাশ্মিরের পর ভারত-নেপাল সীমান্তেও চ'র'ম স'ত'র্কতা!

আন্তর্জাতিক ডেস্ক : বহুদিন ধরে দুই মোস্ট ও'য়ান্টে'ড জ'ঙ্গিকে খুঁ'জছিল উত্তরপ্রদেশ পুলিশ। সাম্প্রতিক এক গোয়ে'ন্দা রি'পো'র্টে জানা গিয়েছে, যে সেই দুই জ'ঙ্গি আপাতত ভারতে। 

যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে আপাতত জ'ঙ্গি আব্দুল সামাদ ও খোয়াজা মইনুদ্দিন ভারতে ঢুকে পড়েছে।

উত্তর প্রদেশ পুলিশ জানিয়ে দিয়েছে, ভারতে আইএস-এর দুই জ'ঙ্গির অ'নুপ্রবে'শ ঘিরে রী'তিমতো চা'ঞ্চ'ল্য ছড়িয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ নিজের সমস্ত বিভাগকে এই বিষয়ে ত'ত্‍পর হতে নির্দে'শ দিয়ে দিয়েছে।

এর আগে, চেন্নাই থেকে গ্রে'ফতার হয় জ'ঙ্গি মইনুদ্দিন। এদের হাত দিয়ে ভারতে জ'ঙ্গিরা অর্থ পা'চার করত বলে খবর। এরমধ্যে মইনুদ্দিনকে শেষবার দেখা গিয়েছে শিলিগুড়িতে। এবার তাকে ধ'রতে তত্‍পর পুলিশ।

জানা গিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা নেপাল সীমান্তে জা'রি হয়ে গিয়েছে ক'ড়া স'ত'র্কতা। গোয়ে'ন্দাদের তথ্য অনুযায়ী, নেপাল সীমান্ত দিয়ে দুই জ'ঙ্গি গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে পারে। ফলে, আপাত্ত উত্তরপ্রদেশ কে দূর্গে রূপান্তরিত করে খোঁ'জ চলছে মইনুদ্দিন ও আব্দুল সামাদের।

এদিকে, নেপালের সিদ্ধার্থনদর, কুশীনগর, দেবীপাটনে জা'রি হয়ে গিয়েছে স'ত'র্কতা। অন্যদিকে, ভারতের গোরক্ষপুরেও জারি হয়েছে স'ত'র্কতা। ভারত-নেপাল সীমান্ত বরাবর ব্যাপক ত'ল্লা'শি ও না'কা চে'কিং চলছে বলে খবর। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে