রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ০৭:০৫:৩০

ডোনাল্ড ট্রাম্পের হুঁ'শি'য়া'রির পর পাল্টা জবাব দিলো ইরানের সেনাবাহিনী

ডোনাল্ড ট্রাম্পের হুঁ'শি'য়া'রির পর পাল্টা জবাব দিলো ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : যু'দ্ধ করার সা'হ'স নেই আমেরিকার। ইরানের উদ্দে'শ্যে ডোনাল্ড ট্রাম্পের হুঁ'শি'য়া'রির পর এরকম ভাবেই পা'ল্টা ক'টা'ক্ষ ছুঁ'ড়ে দিল ইরানের সেনাবাহিনী। 

গত শুক্রবার ভোররাতে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে আ'চ'ম'কা ড্রো'ন হা'ম'লায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানিকে হ'ত্যা করে মার্কিন সেনা। 

এরপরই যু'দ্ধের আ'ব'হ তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। এই ঘটনার পর আমেরিকার উপর প্র'তিশো'ধ নেওয়ার কথা বলেন ইরানের ক্ষ'মতার শীর্ষে থাকা আয়াতুল্লাহ খামেনি। 

এক টুইট বার্তায় তিনি লেখেন, 'এত বছর ধরে দেশের জন্য নিজেকে সমর্পণ করা দাম সুলেমানি শহিদ হয়ে দিলেন। সুলেমানি চলে গেছেন। কিন্তু তার কাজ থামবে না। জি'হা'দ এগোতে থাকবে। যারা এই কাজ করেছে তাদের জন্য গু'রু'ত'র প্র'তিশো'ধ অপেক্ষা করছে। পবিত্র যু'দ্ধে সমর্পিত যো'দ্ধাদের জন্য সুনির্দিষ্ট বিজয় অপেক্ষা করছে।'

প্র'তিশো'ধের হু'ঙ্কা'র দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রীও। ইরানের বিদেশমন্ত্রী জাভাদ জাফারি আমেরিকার এই হা'ম'লাকে 'অত্যন্ত বোকা ও ভ'য়ান'ক' বলে আখ্যা দেন। তিনি এক টুইট বার্তায় আরও বলেন, 'এই ঘটনা পরবর্তী প'রিণ'তির জন্যে দা'য়ি থাকবে আমেরিকাই।'

এরই পা'ল্টা দিতে ঝাঁ'ঝা'লো সুরে ট্রাম্প এদিন বলেন, 'ওরা (ইরান) যদি হা'ম'লা করে আবার, যা আমি না করারই পরামর্শ দেব, আমরা কিন্তু আরও জো'রালো হা'ম'লা করব, যা ওরা (ইরান) ভাবতেই পারবেনা।'

তবে এত কিছুর মাঝেও নিজেদেরকে শ'ক্ত রাখছে ইরান। এদিকে আমেরিকার উপর হা'ম'লা চালানোর প'রিক'ল্পনাও করছে তারা। এরই মাঝে কেনিয়ায় একটি সেনা ছাউনিতে জ'ঙ্গি গোষ্ঠী আলশাবাবের বি'ধ্বং'সী হা'ম'লার খবর উঠে আসে। 

জানা গিয়েছে, ওই সেনা ছাউনি ব্যবহার করছিল মার্কিন সেনা। আর সেখানেই অ'ত'র্কি'ত আ'ক্রম'ণ চালিয়েছেন জ'ঙ্গি গো'ষ্ঠী। আ'লকা'য়দা নি'য়'ন্ত্রি'ত আফ্রিকার এই আলশাবাব গোষ্ঠীর হা'ম'লা ঘিরে ফের একবার বাগদাদে সুলেমানির মৃ'ত্যু প্রসঙ্গ উ'স্কে যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে