আন্তর্জতিক ডেস্ক : ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের প্র'তিবাদে তেলেঙ্গানা রাজ্যে বিশাল বি'ক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবারের ওই বি'ক্ষোভে ১০ লাখেরও বেশি মানুষ জমায়েত হয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় হায়দরাবাদের মুসলিম ও সিভিল সোসাইটির যৌথ আয়োজনে এবং আমকো গ্রুপের ব্যানারে শান্তিপূর্ণ ওই প্র'তিবাদ সমা'বেশ করা হয়। স'মাবেশে কালো পতাকা ও ব্যানার হাতে নিয়ে বিভিন্ন রাস্তায় জমায়েত হয়ে প্রতিবাদ জানান বি'ক্ষো'ভকারীরা। বি'ক্ষো'ভের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
হায়দরাবাদ পুলিশ বলছে, এক হাজার মানুষকে জনসভার জন্য অনুমতি দিয়েছিল পুলিশ। কিন্তু অল্প সময়ের মধ্যেই শুই এলাকা জনসমুদ্রে রূপান্তরিত হয়। লাখ লাখ মানুষ সেখানে জমায়েত হতে থাকেন।
পুলিশ আরো বলছে, এত সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষে কঠিন হয়ে যায়। দুপুর ৩টার মধ্যে সভাস্থল থেকে রাজ্য সচিবালয় এবং লক্ষাদিকাপুল এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘপথ লোকে লোকারণ্য হয়ে পড়ে। সোদ্দোবাদ, আরটিসি এক্স রোভস এবং হিমায়ন্তনগরে অসংখ্য মানুষ জমায়েত হন। সর্বস্তরের মানুষের ঢল নামে।
সন্তানদের নিয়ে নারীরাও ধরনা চকে একত্রিত হন। সমাবেশে মুসলিম ছাড়াও হিন্দু ধর্মাবলম্বী শু অন্যান্য সম্প্রদায়ের মানুষকে জড়ো হতে দেখা। লাখ লাখ মানুষকে জড়ো হতে দেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।
তবে এত মানুষের মধ্যে পুলিশের সংখ্যা একেবারেই কম হয়ে পড়ায় বেকায়দায় পড়ে পুলিশ। শান্তিপূর্ণ সমাবেশ করায় কোনো সহিং'সতা দেখা দেয়নি। জানা গেছে, আ'ন্দোলনকারীদের অনেকেই পুলিশকে সহযোগিতা করেছেন।